কী বিচিত্র ধরাধাম

প্রকাশের সময় : 2019-09-26 12:18:10 | প্রকাশক : Administration

কী বিচিত্র ধরাধাম

মোঃ আখতার হোসেন মন্ডল

সৃষ্টি কর্তার দানে ধন্য

বিচিত্র এই ধরাধাম,

ফুল ফসল আর প্রাণী পন্য

রূপে গুনে স্বাদে ভিন্ন

স্থাান কাল পাত্র ভেদে

পায় না কভূ সমান দাম।

 

বনে ঝরে বনফুল

শুকায় অনাদরে

বাগানে ফুল ফোটে তারে

তুলে সবাই যতন করে

দুটির মূল্য হয়না সমান

যদিও বা একই নাম।

রাজ বাগানে ফুলের শোভায়

মুগ্ধ রাজা রাণীর মন,

পথের ধারে ফোটে ফুল

ভক্ত কিংবা পথিক জন

কদাচ তাকায় ফিরে ফিরে

মনে রাখে তার নাম।

 

কুড়ে ঘরে জন্মে নাতো

রাজকুমার আর রাজকুমারী,

রাজপুরীতে জন্ম নিয়ে

হয়না সবাই রাজারাণী,

কালো রং-এ কাক কুৎসিত

কোকিল কত অভিরাম।

 

মানুষ নামের প্রাণী সবাই

আসল মানুষ সবাই নয়,

সব মানুষই সমান তবু

গুনে মানে ভিন্ন হয়,

কেও বা কর্মে প্রিয় মানুষ

অমানুষ হয় কারো নাম।

তারিখঃ- ১৩ ফেব্রুয়ারী, ২০১৯

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com