মরুভূমিতে একটি মাছের আশায়
প্রকাশের সময় : 2019-10-09 18:26:58 | প্রকাশক : Administration
সিমেক ডেস্ক: মাছ ধরা পড়লেই পরিবারের মুখে হাসি ফুটবে, আর সেই একটি মাছ ধরতে শত শত মানুষের আপ্রাণ চেষ্টা, তাও আবার বছরের একটি মাত্র দিনেই মাছ ধরতে পারবে তারা, না এটা কোন গল্প নয়, এ্যানটোবোর মরুভূমির বুকে একটি মাত্র হ্রদ ম্যালি। আর সেই ম্যালি হ্রদে বছরের একটি মাত্র দিনেই গ্রামবাসী মাছ ধরতে পারে, গত ৩০ বছর এই নিয়মেই তারা মাছ ধরে আসছে। সেই গ্রামেরই কৃষক ডিয়ালো, যে কিনা গত ৩০ বছরই এই হ্রদে মাছ ধরছেন, প্রতিবছর গ্রীষ্মের শুরুর প্রথমদিন চলে এই মাছ ধরার কাজ। তাও আবার যখন ইচ্ছে তখনই ধরা যাবে না এই হ্রদের মাছ। মাছ ধরার ঐ বিশেষ দিনটিতে গ্রামবাসী এসে জড়ো হয় হ্রদের পাশে, হাতে সবার মাছ ধরার পোলো অতঃপর সেই মহেন্দ্রক্ষণে বিশেষ ঘন্টা বাজলেই সবাই প্রায় একই সাথে ঝাঁপিয়ে পড়ে হ্রদে। তখন অবশ্য হ্রদের পানি দেখার কোন উপায় থাকে না, উপর থেকে শুধুই দেখা যায় মানুষের মাথা। খাদ্যের অপ্রতুলতা ও দূর্ভিক্ষের হাত থেকে রক্ষা পেতে নাইজেরিয়া সাহেলিয়ান অঞ্চলের মানুষেরা এই নিয়মেই মাছ শিকার করে আসছে। সবাই একই সাথে ঝাঁপিয়ে পড়ে মাছ ধরে, এই দৃশ্য বাইরের পৃথিবীর কাছে হাস্যকর মনে হলেও এই নিয়মে মাছ ধরাকে তারা বীরত্বের, প্রতিযোগীতা পরায়নতা ও গৌরবেরই মনে করেন। ১৫ মিনিটের মধ্যেই হ্রদের সমস্ত মাছ ধরা পড়ে যায়। তবে এত কষ্টের পর মাছ ধরতে পারলেই পরিবারের মুখে ফোটে হাসি। -সূত্রঃ অনলাইন