স্বপ্ন আমার

প্রকাশের সময় : 2019-10-09 18:41:08 | প্রকাশক : Administration

স্বপ্ন আমার

আবুল বাশার ( কাজল)

স্বপ্ন আমার বশির বাবা স্বপ্ন আমার মা।

স্বপ্ন আমার বয়ে যাওয়া মেঘনা যমুনা।

স্বপ্ন আমার সোনার ফসল ইরি, বোর ধান।

মাঠের সবুজ হাসি দেখে জুড়িয়ে যাওয়া প্রাণ।

স্বপ্ন আমার আকাশ ছোঁয়া জেগে থাকা চাঁদ।

গাঁয়ের পথে সিনান করা ব্রহ্ম নদীর ঘাট।

স্বপ্ন আমার ফুট ফুটে সব জোসনা মাখা রাত।

সূর্য্যরে আলো জেগে ওঠা সোনালী প্রভাত।

স্বপ্ন আমার সোনার বাংলা শেখ মুজিবের নাম।

রক্ত ক্ষয়ী শেখ রাসেলের নিবেদিত প্রাণ।

স্বপ্ন আমার সোনার বাংলার আটষট্টি হাজার গ্রাম।

ক্ষেতে মাঠে কর্মমূখর চাষী ভাইদের ঘাম।

স্বপ্ন আমার নজরুল এর ঐ বিদ্রোহী  শ্লোগান।

রবীন্দ্রনাথের  জাতীয় সংগীত সোনার বাংলা গান।

স্বপ্ন আমার মায়ের বাধঁন স্বপ্ন মায়ের হাসি।

তাইতো আমার মা কে আমি অনেক ভালবাসি।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com