নির্বাসিত মানবতা

প্রকাশের সময় : 2019-10-09 18:42:13 | প্রকাশক : Administration

নির্বাসিত মানবতা

মোঃ আখতার হোসেন মন্ডল

বুদ্ধি বিবেক হলে বিলোপ

মানুষ তো আর রয়না মানুষ

সৃষ্টি কুলের সেরা জীবের

এই অপবাদ নাহি মানায়

জীবনের এই কর্মশালায়।

 

মানবতার মণিকাঞ্চন মনুষত্ব

মানুষের হৃদয় নীড়ে,

বৈরী তার প্রতিবেশী পশুত্ব

নীরবে লুকিয়ে বসত করে

জীবনের পাতায় পাতায়।

 

মমতার বিসর্জন, হিংস্রতার লালন,

প্রতিহিংসার প্রতিপালন

খুলেছে দুয়ার পৈশাচিক বর্বরতার

পাষাণ পুরীর নিঠুর পিঞ্জরে

মানবতার উজাড় ভিটায়।

 

ভালবাসার চারণভূমি

মানুষের হৃদয়, গীতিময় আলোকিত

উদার মনের আকাশ তার আজ অনুদ্দীপ্ত

ভরে না আর সৌহার্দ্যের তারায় তারায়

মানব সমুদ্রের প্রবাহ ধারায়।

 

স্বার্থের মোহে অন্ধ মানুষ

আত্মসুখের স্বপ্নে বিভোর

ধরণীর বুকে রঙীন ফানুস

সারাক্ষণ তাকে তাড়িয়ে বেড়ায়,

জাগ্রত চিত্তে সে অমানুষ রিপুর কুমন্ত্রণায়।

তারিখঃ- ০২ আগষ্ট, ২০১৯

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com