আসলে কোনটি সঠিক?

প্রকাশের সময় : 2019-10-24 12:10:45 | প্রকাশক : Administration

সিমেক ডেস্কঃ আমার মাথায় কিছু আসেনা, তাই সবার মতামত জানতে চাই! বেদনার রং যদি হয় নীল, তাহলে শোক দিবসগুলোতে কালো রঙের ব্যাচ ব্যবহার করা হয় কেনো? নীল রঙও তো ব্যবহার করা যেতো! মানুষ যখন মরে যায় তখন সাদা রঙের কাপড় নিয়ে পৃথিবী থেকে চিরতরে বিদায় নেয়! মৃত্যুর থেকে কঠিন কোনো শোক হতে পারে বলে তা আমার জানা নেই। তাহলে তখন কেনো কালো রঙের কাপড় যদিও সাদাকে সব রঙের জৈব বলা হয় এবং সাদা পবিত্রতার প্রতীক! আবার দেখা যায় লাল রঙকে শুভ এবং আনন্দের রঙ বলা হয়। কিন্তু কথা হলো আমরা একটু খেয়াল করলেই দেখতে পাই রাস্তার পাশে বিরিয়ানির দোকানগুলোতে বড় বড় পাতিলের গায়ে লাল রঙের কাপড় পেচিয়ে রাখা হয়েছে!! আবার রঙ ধনুর সাত রঙকেও আনন্দের বলা হয়ে থাকে! কিন্তু কথা হলো আসলে কোনটি সঠিক?

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com