হার্ভার্ডের পরীক্ষায় ১৭০ নম্বরে পেলেন ১৭১

প্রকাশের সময় : 2019-10-24 12:43:47 | প্রকাশক : Administration

সিমেক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় মোট ১৭০ নম্বরের পরীক্ষায় ১৭১ নম্বর পেয়েছেন এক ভারতীয় ছাত্র। অঙ্কুর গর্গ নামের এক ভারতীয় ছাত্র তার ফেসবুক ওয়ালে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘পরীক্ষায় ১০-এ ১০ পাওয়াটা বড় কথা নয়। সব সময় চেষ্টা করবে ১০- এর মধ্যে ১১ পাওয়ার জন্য। যখন আমি স্কুলে ছিলাম, তখন আমার বাবা আমাকে সব সময় একথা বলতেন। বাবার কথা সত্য প্রমাণ করে দেখালেন ম্যাক্রোইকোনমিক্স পড়ুয়া অঙ্কুর গর্গ। তিনি আরো বলেন, জীবনের সেরা প্রাপ্তি। অঙ্কুর তার স্কোর কার্ডের ছবিটি শেয়ার করেছেন তাতে স্পষ্ট দেখা যাচ্ছে ওই কার্ডে স্বাক্ষর করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ জেফ্রি ফ্রাঙ্কেল। পৃষ্ঠার একেবারে বাম কোণে ‘১০১%’ লেখা রয়েছে। অঙ্কুরের প্রাপ্ত নম্বরগুলোও সেখানে রয়েছে। -সূত্র: অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com