"শুভ্র মেঘের ভেলা"

প্রকাশের সময় : 2019-10-24 12:48:39 | প্রকাশক : Administration

"শুভ্র মেঘের ভেলা"

আনোয়ারুল কবীর বাবলু

শুভ্র গগনে এলোমেলো মেঘের ভেলা

ষোড়শী বালিকার প্রথম প্রেমের অগোছালো পথ চলা,

খন্ডিত সাদা মেঘে এলোচুলে আছরে পড়া

বিধবা যুবতির তৃষ্ণা ভরা বেদনার কথা,

ঝরে পড়ে বৃষ্টি হয়ে,

আবার চিক চিক আলো ছড়ায়

অষ্টাদশীর সফল প্রেমিকার মত।

জোয়ার শেষে জেগে উঠে চর,

বেঁদে পল্লির যাযাবরেরা, বাঁধে সুখের ঘর,

জেগে উঠা চর ছেয়ে গেছে কাঁশবনে

শরতের সাদা আকাশ যেন নুয়ে পড়েছে

প্রিয় নদী ব্রহ্মপুত্রের তীরে।

দুপুরের নীল আকাশ, হঠাৎ চোখে পড়েছে কাঁজল,

আচমকা বৃষ্টি এসে, ভিজিয়ে দিয়েছে শাড়ির আঁচল।

গোধূলি বেলায় সমিরণ বহে, রং লেগেছে গায়

সবুজে ঘেরা মেঠু পথে চলে, আলতা রাঙ্গা পায়।

বিকালের অলস বেলায়, হাত ধরে নিয়ে চলে সখা,

কৃষ্ণ কাননে যোগলবন্দি, হাজার প্রেমের কাব্য লেখা।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com