সুখের সন্ধানে

প্রকাশের সময় : 2019-10-24 12:51:49 | প্রকাশক : Administration

সুখের সন্ধানে

মোঃ আখতার হোসেন মন্ডল

সুখের সন্ধানে দেখি সবাই হন্যে

সুখ নেই স্বপ্ন বিলাসে, রাজকীয় নিবাসে

নেই ধনে জনে, নেই গুনে মানে,

সুখ আছে সত্য সুন্দরের সাধনায়

নির্মল সাদা মনের গহীনে।

সুখ আত্মতৃপ্তির এক জীবন্ত অনুভূতি

মহান স্রষ্টার অমূল্য উপহার আত্মার প্রশান্তি

হিংসা বিদ্বেষ, হীনমন্যতার ভীড়ে

সুখ যে আসে না স্বার্থপর মানুষের ঘরে,

সুখের সামগ্রী বিকায় এই বিশ্বজুড়ে

তবুও যে সুখ যায় না পাওয়া এই চরাচরে

বিনিময় মূল্য ধরে।

 

মধু আহরণে মৌমাছি নিজেকে বিলায়

এই তার সুখ এ নশ্বর জীবন ধারায়

মৌ-মাছির মতো তুমি হও নিবেদিত

যার আছে যেইটুকু নিয়ে সেইটুকু

স্রষ্টার কাছে নিজেকে দাও সঁপে

তুমিও পাবে সুখ এই পৃথিবীতে,

ত্যাগে পাবে সুখ, ভোগে সুখ নয়।

আরো চাই, আরো চাই, খাই খাই

প্রবৃত্তি ও বাসনা সুখ দিতে পারে না

লালসার তাড়নায় যে নয় পথভ্রষ্ট

অল্পে যে তুষ্ট, তার নেই অতৃপ্তির কষ্ট

মোহ মায়ার এই ধরণী পরে।

তারিখঃ- ০৩ ফেব্রয়ারী, ২০১৯

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com