কুকুরদের গান থেরাপি!

প্রকাশের সময় : 2019-11-06 20:18:03 | প্রকাশক : Administration

সিমেক ডেস্কঃ অনেক মানুষ গান শুনতে অনেক ভালবাসে কারণ গান মন প্রফুল্ল রাখে। আবার চিকিৎসা ক্ষেত্রেও গানকে চিকিৎসার একটি পদ্ধতি বিবেচনা করা হয়। যা ‘মিউজিক থেরাপি’ মানে গান থেরাপি নামে পরিচিত। এই পদ্ধতিতে ‘মোজার্ট বা শাস্ত্রীয়’ সঙ্গীত শুনলে মন শান্ত হয়ে আসে। ঠিক এই পদ্ধটিকে কুকুরদের উপর প্রয়োগ করেছে স্পেনের রাজধানী মাদ্রিদের পুলিশ কর্তৃপক্ষ। মাদ্রিদ পুলিশ তাদের ডগ স্কোয়াডের কুকুরগুলোর দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ ধরণের ‘মিউজিক থেরাপি’ দিচ্ছে। যা এই কুকুরগুলোকে শান্ত রাখতে সাহায্য করবে। কারণ কুকুরগুলো বিভিন্ন অভিযানকালে অনেক সময় বেশ হিংস্র হয়ে উঠে। সন্ত্রাসীদের ধরতে অভিযানে বের হলে কুকুরগুলো অনেক স্নায়ুবিক চাপে থাকে।  পাশাপাশি এই কুকুরগুলো বিস্ফোরক এবং মাদকদ্রব্য সনাক্তকরণ এবং রেসকিউ মিশনে অংশ গ্রহণ করে থাকে। তাই কুকুরগুলোর অস্থিরতা রোধে এই ‘মিউজিক থেরাপি’ দেওয়া হয়। -সূত্রঃ অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com