কথা

প্রকাশের সময় : 2019-11-21 12:37:27 | প্রকাশক : Administration

কথা

শেখ আশরাফুল ইসলাম

 

দু’টি অক্ষরে শব্দ নামটি তার কথা

শব্দ কমিয়ে এবং সাজিয়ে বললে কেউ পাবেনা ব্যথা

আবার কথাটাকে বাঁকিয়ে উচ্চস্বরে দিলে ছেড়ে

ভালতো লাগবেই না মারতে আসতে পারে তেড়ে।

বলতে গিয়ে কথা, কেউ দেয় কোন শব্দের উপর টান বা ভর

কেউ বলে সাজিয়ে শব্দটাকে কমিয়ে, কাউকে দান করেছেন তিনি কন্ঠস্বর।

কথা দিয়েইতো শিল্পী গায় গান

তাতে জুড়ায় মোদের প্রাণ,

এই কথা দিয়ে কবিতা তৈরি করে কবি

কথাটাই হাদিসে পরিণত হয়ে আছে- যা বলেছেন রাসূল (সাঃ) নবী,

পৃথিবীতে সবচেয়ে মিঠা আর তিতা এই কথা

সব কথা বলতে নেই যথা তথা।

দুইটা হাত, পা, কান, নাক কিন্তু মুখ দিয়েছেন একটি মাত্র

ভেবে চিন্তে কথা বললে তবেই হবে সম্মানের পাত্র।

কথায় হাসায় কথায় কাঁদায় কথার মাঝেই শান্তি

কথার মাঝেই থাকতে পারে ভুল আর ভ্রান্তি।

কথা বলো স্থান কাল পাত্র ভেদে

এমন কথা বলোনা, যা শুনলে মানুষ কাঁদে।

কথা যেন বের হয় আপন ঠোঁট ঘেঁষে

যা শুনলে শত দুঃখেও দেয় যেন একটু হেসে।

সব কিছুর মতই কথারও আছে আয়তন ওজন

তাই বলার আগে ভাবতে হবে, আছে কে? ক’জন।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com