জোকস্

প্রকাশের সময় : 2019-11-21 12:37:54 | প্রকাশক : Administration

জোকস্

সংগ্রহেঃ রোমেল হোসাইন

 

তোর ভাবির সাথেঃ

একদিন হাবলু হঠাৎ তার ভাবিকে ধরে প্রচুর মারধর করতে লাগল! সবাই অবাক হয়ে হাবলুকে থামালো আর জিজ্ঞেস করল-

প্রতিবেশীঃ তুমি তোমার ভাবিকে মারছ কেন?

হাবলুঃ আমার ভাবি ভালো মহিলা না!

প্রতিবেশীঃ তুমি কীভাবে বুঝলা?

হাবলুঃ আর বইলেন না! আমি আমার যেই বন্ধুকেই ফোনে কথা বলতে দেখে জিজ্ঞেস করি, কার সাথে কথা বলিস? সেই বন্ধুই উত্তর দেয়, তোর ভাবির সাথে!

প্রতিবেশী বেহুস!

 

শিক্ষক ও ছাত্রঃ

শিক্ষকঃ মাহীন, বলতো এসিসি তে কি হয়?

মাহীঃ এশিয়ান ক্রিকেট কাউন্সিল, স্যার।

শিক্ষকঃ ভালো। এবার অনিক তুমি বলো বিবি তে কি হয়?

অনিকঃ বাংলাদেশ ব্যাংক, স্যার।

শিক্ষকঃ খুব ভালো, এবার রকি তুমি বল, ইএসপিএন এ কি হয়?

রকিঃ সারাদিন শুধু খেলা হয় স্যার..!!!!!

 

বাধাঁনো দাঁতঃ

ট্রেনে ফার্ষ্ট ক্লাস কামরায় এক বৃদ্ধা গোশত দিয়ে পরোটা খচ্ছেন আর তাঁর পাশে বসে গালে

হাত দিয়ে তা দেখছেন আর এক বৃদ্ধ। কিছুক্ষণ পর দেখা গেল বৃদ্ধ ভদ্রলোকটি খাচ্ছেন আর বৃদ্ধা তা দেখছেন। পাশে বসা এক তরুণ বললঃ

আপনারা দু’জন একসঙ্গে খেলেই তো পারতেন।

কী করে খাব? বাঁধানো দাঁত যে মাত্র এক জোড়া।

 

মা ও ছেলেঃ

মাঃ বজ্জাত ছেলে কোথাকার! এতবার বলি, তারপরেও সোফায় শুয়ে থাকিস। আজ জুতা দিয়ে মেরে তোকে সোজা করবো।

ছেলেঃ মা! মা! আর হবে না এমন এবারের মতো মাফ করে দাও।

মাঃ আর হবে না কেন? তুই আবার করবি এই কাজ! সোফা হচ্ছে বসার জন্য, এটা তো শোয়ার জন্য না।

ছেলেঃ মা, স্যান্ডেলও তো পায়ে দেওয়ার জন্য, ছেলেকে পিটানোর জন্য না!

 

মাইনে বাড়ানোঃ

বল্টুর মাইনের টাকা দিয়ে তার স্ত্রীর খরচ চলে না। বল্টুর বউ হুমকি দিয়েছে যেন তার বেতন বাড়ানো হয়।

বল্টুঃ (তার বসের রুমে গিয়ে) স্যার, আমার স্ত্রী বলছিল আমার মাইনেটা একটু বাড়লে ভালো হত।

বসঃ ঠিক আছে, আমিও এ বিষয়ে আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করে জানাবো।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com