ভয়ানক খাড়া ব্রিজ জাপানে

প্রকাশের সময় : 2019-12-04 10:43:12 | প্রকাশক : Administration
ভয়ানক খাড়া ব্রিজ জাপানে

সিমেক ডেস্কঃ যেকোন খাল, নদী বা সমুদ্র ডিঙ্গিয়ে যেতে সেতুর বিকল্প নেই। কিন্তু এই সেতু যদি এতই খাড়া হয় যে এটায় উঠতে গিয়ে গাড়ির অবস্থা বারোটা বাজে তাহলে এটাকে রীতিমত ‘রোলার কোস্টার’ সেতু বলা যায়।

এমনি একটি সেতু হল জাপানের এশিমা ওহাসি সেতু। এটি বিশ্বের উচ্চতম খাড়া ব্রিজগুলোর মধ্যে অন্যতম। জাপানের লেক নাকাওমি নদীর উপর তৈরি এই সেতুটি সাকাইমিনাতো ও মাৎসু শহরকে যুক্ত  করেছে।

ব্রিজটি ১.৪৪ কিলোমিটার লম্বা এবং ১১.৩ মিটার প্রস্থ। এই সেতুটিতে উঠতে হয় যেমন ধীর গতিতে, তেমনই নামতেও হয় অত্যন্ত দ্রুত গতিতে। তাই এটি গাড়ি চালকদের মধ্যে আতংকের নাম।

সেতুটি এক দিকে ৫.১%, অন্য দিকে ৬.১% কাত হয়ে রয়েছে। না এটি বেঁকে যায় নি, এটি জাপানী ইঞ্জিনিয়ারিংয়ের কেরামতি! - সূত্রঃ অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com