প্রতিদিন পেঁপে খাওয়ার উপকারিতা

প্রকাশের সময় : 2019-12-18 11:25:57 | প্রকাশক : Administration
প্রতিদিন পেঁপে খাওয়ার উপকারিতা

সিমেক ডেস্কঃ পেঁপে বাংলাদেশে অত্যন্ত সহজলভ্য একটি ফল। এটি প্রায় সারাবছরই বাজারে পাওয়া যায়।

পেঁপে খেতে অনেকেই পছন্দ করেন আবার অনেকে মোটেও পছন্দ করেন না। তবে প্রতিদিন পেঁপে খাওয়ার উপকারিতা জানতে পারলে হয়তবা অনেকে সুস্থ থাকার জন্য পেঁপে খাওয়া শুরু করতে পারেন।

১. হজম ভালো করতে কাজ করেঃ

পেঁপের মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ আঁশ। এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং হজম ভালোভাবে হতে সাহায্য করে।

২. প্রদাহ কমায়ঃ

পেঁপের মধ্যে পেপেইন ও সাইমোপেপেইন নামক এনজাইম রয়েছে। এসব এনজাইমের রয়েছে প্রদাহরোধী প্রভাব। এটি দীর্ঘমেয়াদি রোগ (যেমন : রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউট, ইডিমা ইত্যাদি) প্রতিরোধে কাজ করে।

৩. চোখ ভালো রাখেঃ

পেঁপের মধ্যে রয়েছে ভিটামিন এ। এটি চোখের জন্য ভালো। এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি দৃষ্টিশক্তি ভালো করে; ছানি ও মাসকুলার ডিজেনারেশন রোগ প্রতিরোধে কাজ করে।

৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়ঃ

পেঁপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ ও ভিটামিন সি। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণ প্রতিরোধ করে।

৫. হৃদরোগ প্রতিরোধ করেঃ

পেঁপে হৃদরোগ প্রতিরোধে কাজ করে। এর মধ্যে রয়েছে পটাশিয়াম, আঁশ, ভিটামিন। তাই প্রতিদিন একটুকরো পেঁপে খান।

৬. ত্বকের জন্য ভালোঃ

পেঁপের মধ্যে রয়েছে ভিটামিন ই। এটি অকাল বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে। এর মধ্যে থাকা ভিটামিন এ ত্বক মসৃণ রাখে। ভিটামিন সি ও ভিটামিন এ কোলাজেন উৎপন্ন করে ত্বক ভালো রাখতে সাহায্য করে। - সূত্রঃ অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com