জন্মের ৩২ বছর পর পেলেন হাত

প্রকাশের সময় : 2020-01-01 12:45:06 | প্রকাশক : Administration
জন্মের ৩২ বছর পর পেলেন হাত

সিমেক ডেস্কঃ হাতবিহীন জন্মানো এক ব্যক্তি হাত পেয়েছেন ৩২ বছর পর! সম্প্রতি মৃত ব্যক্তির হাত কেটে হাতবিহীন ব্যক্তিকে অস্ত্রোপচারের মাধ্যমে হাত সংযোজন করে সফল হলেন পোলান্ডের রক্লো বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত অস্ত্রচিকিৎসক ডাঃ এডাম ডোমানাসিউইক।

মৃত ব্যক্তির নিকট থেকে নেওয়া কোন অঙ্গ বেশি বয়সের কোন ব্যক্তিকে প্রতিস্থাপনের বিষয়টা বিশ্বে প্রথম ঘটনা বলে দাবি করেন ডাঃ এডাম ডোমানাসিউইক।

বত্রিশ বছর বয়সের ওই ব্যক্তি ৩২ বছরই হাত ছাড়া জীবন যাপন করেন; কিন্তু মৃত ব্যক্তির দান করা হাত দিয়ে ডাঃ এডাম ডোমানাসিউইক পরিচালিত ১৩ ঘন্টার এক বিশেষ অপারেশনে হাত সংযোজিত হয়।

বর্তমানে রোগী শুধু তার হাত নাড়াতে পারেন। কিন্তু, ডাক্তার মনে প্রাণে আশাবাদী, সে শিগগিরই সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন এবং সকল প্রকার কাজকর্ম করতে পারবেন।

এখন পর্যন্ত ইন্দোনেশিয়া এবং কানাডায় দুটো যমজ বাচ্চাকে আলাদা করতে সক্ষম হন অস্ত্রচিকিৎসরা। তবে, বিশ্বে সবমিলিয়ে ৮০টি হাত প্রতিস্থাপনের অপারেশন হয়েছে। কিন্তু, মৃতের নিকট থেকে কোন অঙ্গ নিয়ে প্রতিস্থাপনের অপারেশন বিশ্বে এটাই প্রথম।

যে মৃত ব্যক্তি মারা যাওয়ার আগে এক শারীরিক প্রতিবন্ধীকে দান করে যান তার মুল্যবান হাত, তার নাম কিংবা পরিচয় জানা যায়নি এখনো।

তবে এতটুকু বলা যায়, যে ব্যক্তি মারা গেল তার হাত কিন্ত মরেনি বরং যাকে দান করে গেছেন সে যতদিন বেঁচে থাকবে ততদিন বেঁচে থাকবে মৃত ব্যক্তির হাত। - সূত্রঃ অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com