*** যায় দিন যায় ***

প্রকাশের সময় : 2020-01-01 12:53:47 | প্রকাশক : Administration

*** যায় দিন যায় ***

ইঞ্জিঃ সরদার মোঃ শাহীন

যেমন করে কল কলিয়ে, নদীর স্রোত যায়

তেমন করেই শুভদিনটি বারে বারে আয়!

শুভদিনের শুভক্ষণের একটি কেবল তাড়া

লিখতে হবে ছন্দ দিয়ে, শুভদিনের ছড়া!

 

ছড়ায় আমি বড়ই কাঁচা, পদ্যে ভীষন উইক

গদ্য লিখার সুযোগ পেলে লিখতে পারি কুইক!

ছন্দ দিলে মন্দ হয় না, একটা কিছু হয়

সবার সামনে পড়তে গেলে লাগে কেবল ভয়!

 

আল্লাহ পাকের অশেষ কৃপা, আল্লাহ মেহেরবান

দিনে দিনে বড় হচ্ছে, শোনিম নামের জান!

বড় হচ্ছে ভাবনা গুলো, বড় চলাফেরায়

একা একাই থাকতে পারে, একা একাই বেড়ায়!

 

পিটপিটিয়ে চোখটি মেলে মিটমিটিয়ে হাসে

সুযোগ পেলেই একা একা থাকতে ভালবাসে!

ভালবাসে গা এলিয়ে শুনতে নানান গান

ভালবাসে গরম কফি, কফির মিষ্টি ঘ্রাণ!

 

কফি শপের আড্ডাগুলো, দারুণভাবে টানে

একা একাও কফিশপে আসতে যেতে জানে!

আইপ্যাড আর অনলাইন খুব, নেশা ধরায় মনে

এত্ত বারণ করি তবু, কে আর বারণ শোনে!

 

ডিজাইন প্রিয়, ড্রয়িং প্রিয়; প্রিয় সৃজন কর্ম

রঙয়ের খেলা খেলতে জানে, জানে রঙয়ের ধর্ম!

বড় হয়ে কেমন হবে, বোঝা যায় না মতি

ভাবসাব তার হতেই হবে ভবন স্থপতি!

 

কষ্ট কেবল পড়াশুনায়, কষ্ট মেলা তার

এক লাফেতে কানাডাতে দুইটি ক্লাশ পার!

বছর কাটে পড়াশুনায়, বড্ড শীতের দেশে

দৌঁড়াতে খুব ভালবাসে, খেলতে সবুজ ঘাসে!

 

আকাশ, পাহাড়, সমুদ্র আর বনজঙ্গল শেষ

ক্যাম্পেইনে রাত্রি যাপন, রাত্রি কাটে বেশ!

বিশ্বজুড়ে ঘুরবে একা, আসবে সেদিন কবে

স্বপ্ন তাহার মস্ত মাথার, মস্ত কিছু হবে!

 

আত্মবিশ্বাস বেজায় ভারী, আত্মভোলা মন

ফুলের মত গড়বে জীবন, ভবিষ্যতের পণ!

শিক্ষা নেবে দেশ বিদেশের, দীক্ষা দেশে ফেরা

ছোট্ট হলেও ভাবনাগুলো ভালবাসায় ঘেরা!

 

দিনের শেষে ঘুমের দেশে, নিত্য যাবার আগে

দেশের প্রিয় মানুষগুলোর মুখগুলো সব জাগে!

দেশের কথা, দশের কথা মাথায় সারা মাস

ছোট্ট মনের জায়গা জুড়ে বাংলাদেশের বাস!

 

দোয়া করো তোমরা সবাই, খোদার কাছে দোয়া

ভালবাসার পরশ দিয়ে মাথায় দিও ছোয়া!

ভাল কাজে শোনিম শাহীন করবে নাকো ভয়

মানব সেবায় লড়বে জীবন, করবে জীবন জয়!

 

এই জীবনে আর কিছু নয়, এইটুকু মোর চাওয়া

আল্ল−াহ পাকের অশেষ দয়ায়, হয় যেন সব পাওয়া!

ছোট্ট জীবন সখের জীবন, সাধের নাইকো শেষ

তোমরা সবাই আসলে বলে উদ্যাপনটি বেশ!

 

কেমন করে আস্তে ধীরে, সময় চলে যায়

বছর ঘুরে জন্মদিনটি আবার ফিরে আয়!

ফিরে ফিরে কানে বাজে, জন্মদিনের গান

পনের বছর পূর্ণ হলো, আল্লাহ পাকের দান!!

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com