অন্য গ্রহের জীব, আশ্চর্য চেহারা ঘিরে শোরগোল

প্রকাশের সময় : 2020-01-29 14:39:35 | প্রকাশক : Administration
অন্য গ্রহের জীব, আশ্চর্য চেহারা ঘিরে শোরগোল

সিমেক ডেস্কঃ অন্য গ্রহের জীব, আশ্চর্য চেহারা ঘিরে শোরগোল পৃথিবীর চেনা কোনও প্রাণীর সঙ্গে সেই প্রাণীর চেহারা না মেলায় ইন্টারনেটে ছড়িয়েছে চাঞ্চল্য।

অদ্ভুত এক প্রাণীর ছবি ঘিরে শোরগোল। রহস্যময় এই প্রাণীদের সন্ধান মিলেছে নিউজিল্যান্ডের অকল্যান্ডের একটি বাড়ির অন্দরে। পৃথিবীর চেনা কোনও প্রাণীর সঙ্গে সেই প্রাণীর চেহারা না মেলায় ইন্টারনেটে ছড়িয়েছে চাঞ্চল্য।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ছোট্ট এই প্রাণীদের ‘ভিনগ্রহী ইঁদুরছানা’ বলে ডাকা হচ্ছে। টিম ক্লার্ক নামের এক মহিলা তাঁদের বাড়ির রান্নাঘরে দেখতে পান ওই প্রাণীদের। বেশ কয়েকটি খুদে প্রাণী সেখানে থাকলেও একটি বাদে বাকিগুলি মৃত।

এই রহস্যময় প্রাণীগুলি আসলে কী? কেউ একে পা ছেঁড়া মথ জাতীয় পোকা বলেছেন। কারও ধারণা, বাদুড়ের ছোট সংস্করণ। কিন্তু যে যাই বলুক, কেউই নিশ্চিত করে বলতে পারেনি এটি কোন প্রাণী।

‘দ্য বায়ো সিকিউরিটি নিউ জিল্যান্ড এনটোমোলজি’-র তরফে জানানো হয়েছে, হয়তো বিড়াল জাতীয় কোনও প্রাণী ইঁদুরের ছানাগুলিকে অর্ধেক খেয়ে ফেলেছে। কোনও কোনও বিশেষজ্ঞ ইঁদুরের মতো চেহারা বিশিষ্ট কোনও প্রাণীর লার্ভা বলেও মনে করছেন।

কিন্তু যে যাই বলুক, কেউই নিশ্চিত হতে পারেননি। তাই কৌতূহল বাড়ছে ওই রহস্যময় প্রাণীকে ঘিরে। - সূত্রঃ অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com