মধুমতি পাড়ের দুরন্ত ছেলে

প্রকাশের সময় : 2020-02-12 13:00:08 | প্রকাশক : Administration

মধুমতি পাড়ের দুরন্ত ছেলে

আনোয়ারুল কবীর বাবলু

হাজার বছর পরে তুমি এলে ধরার বুকে,

এতকাল আমরা কেঁদে মরেছি ধুকে ধুকে।

মধুমতি পাড়ের দুরন্ত ছেলে, সাহস অতিশয়,

সত্য কঠিন ন্যায়ের র্বাতা প্রচারে,

ছিলনা তার কোন ভয়।

প্রতিবাদী বজ্রকন্ঠ, হুংকারে কেঁপেছে শত্র“র দল,

বাংলার ক্ষমতায় বসেছিল শুষনের পাথর জগদ্বল।

আমরা নিপিরীত, বঞ্চতি, আমরা মুক্তি চাই,

হে আগুয়ান, কুর্নিশ ছেড়ে দিপ্ত পায়ে এগিয়ে চলো তাই।

বজ্রকন্ঠে হাকিল দাওয়াত, যার যা আছে তাই,

প্রস্তুত থেকো শত্রুর মোকাবেলা করতে হবে, সাহসের বিকল্প নাই।

এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,

ঘোষনা দিল উদ্ধারে বাংলার,

মোদের নেতা শেখ মুজিবুর রহমান।

যুদ্ধ শেষে রক্তে ভেঁজা মাটিতে,

বিজয় পতাকা উড়ে ঘরে ঘরে,

বাঙ্গালির নেতা মুজিব তখনও বন্দি কারাগারে।

মুক্তি পেল শেষে,

ফিরে এল দেশে শুষিত বাঙ্গালীর নেতা,

জন্ম তোমার র্স্বাথক হয়েছে,

তুমি বাঙ্গালী জাতির পিতা।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com