জোকস্

প্রকাশের সময় : 2020-02-12 13:00:38 | প্রকাশক : Administration

জোকস্

সংগ্রহেঃ রোমেল হোসাইন

ফি ছাড়া পরামর্শ দেন না উকিলঃ

ছাত্রের পড়াশোনার অবনতি দেখে শিক্ষক বললেন-

শিক্ষকঃ লেখাপড়ায় তুমি বেজায় খারাপ করছো। কাল তোমার বাবাকে স্কুলে আসতে বলবে।

ছাত্রঃ বাবাকে আসতে বলবো কেন স্যার?

শিক্ষকঃ তোমার ব্যাপারে তার সাথে পরামর্শ করতে হবে।

ছাত্রঃ কিন্তু তার জন্য যে ফি লাগবে স্যার।

শিক্ষকঃ ফি! কিসের জন্য?

ছাত্রঃ আমার বাবা যে উকিল। তিনি ফি ছাড়া পরামর্শ দেন না।

দুজনের গরুর রচনা একইঃ

শ্রেণিকক্ষে শিক্ষক সবাইকে গরুর রচনা লিখতে দিলেন। সবার লেখা শেষে খাতা জমা নিলেন। খাতা দেখে দু’জনকে ডাকলেন। ডেকে বললেন-

শিক্ষকঃ কি রে কামাল, তোর আর তুহিনের গরুর রচনা হুবহু একরকম হলো কী করে?

কামালঃ স্যার, আমরা দু’জন একই গরু দেখে লিখেছি যে!

জিলাপি কেন সোজা হয় না?

বাসা থেকে বের হতেই পল্টুর চোখে পড়ল রাস্তার ওপারের রেস্তোরাঁয় গরম গরম জিলাপি বানানো হচ্ছে। পল্টুর স্ত্রী তা দেখে বায়না ধরল। পল্টু তাকে নিয়ে রেস্তোরাঁর সামনে গেল......

পল্টুঃ আচ্ছা ভাই, আপনি কত বছর ধরে জিলাপি বানান?

জিলাপিওয়ালাঃ আমি তো দীর্ঘ ১২ বছর ধরে জিলাপি বানাই।

পল্টুঃ এতদিন ধরে জিলাপি বানাচ্ছেন! কিন্তু আজ পর্যন্ত জিলাপিটা সোজা করে বানানো শিখলেন না!

কৃষকের ইন্টারভিউঃ

উপস্থাপকঃ আপনি ছাগলরে কি খাওয়ান??

কৃষকঃ কোনটারে? কালো না সাদা??

উপস্থাপকঃ কালোটারে...

কৃষকঃ ঘাস...

উপস্থাপকঃ আর সাদা??

কৃষকঃ ওইটারেও ঘাসই খাওয়াই...

উপস্থাপকঃ ও!! আচ্ছা, এগুলিরে কই বাইন্ধা

রাখেন??

কৃষকঃ কোনটা?? কালোটা না সাদাটা??

উপস্থাপকঃ সাদা...

কৃষকঃ ওইপাশে বাইরের ঘরে বাইন্ধা রাখি।

উপস্থাপকঃ আর কালোটা?

কৃষকঃ ওইটারেও বাইরের ঘরেই বান্ধি...

উপস্থাপকঃ  আর গোসল করান কিভাবে?

কৃষকঃ কালো না সাদা??

উপস্থাপকঃ কালো...

কৃষকঃ পানি দিয়া।

উপস্থাপকঃ আর সাদাটা??

কৃষকঃ ওইটারেও পানি দিয়াই করাই...

উপস্থাপকঃ (চরম ক্ষিপ্ত): হ্যা...! সব কিছু যখন একই রকম করস তাইলে বার বার জিগাস ক্যান “কালা না সাদা”???

কৃষকঃ কারণ সাদা ছাগলটা আমার...

উপস্থাপকঃ ও!! আর কালোটা??

কৃষকঃ ওইটাও আমার ! ! ! ! ! !

উপস্থাপক  বেহুশ....

যখন জ্ঞান ফিরলো তখন কৃষক

উপস্থাপককে বললোঃ  এবার বুঝলি, যখন টিভিতে একই ছবি বার বার দেখিয়ে,  একই খবর বারবার বলে বলে আমাদের কানের পোকা মেরে দিস তখন আমাদের কেমন লাগে ????

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com