শৈশব

প্রকাশের সময় : 2020-02-12 13:01:02 | প্রকাশক : Administration

শৈশব

শাহীন খান

শৈশব আজো আহা

ডাক দিয়ে যায়

সোনা মাখা দিনগুলো

জানি না কোথায়!

মার কাছে বায়নাটা

পূর্ণতা পেতো

বাপ, দাদা, নানা, নানী

চুমু গালে খেতো।

চকলেট, বিস্কুট

আম,জাম, লিচু

এনে দিতো ছোটমামা

শোন কিছুকিছু।

খেলার সাথীরা আজ

কোথা কে আছে?

ভেবে ভেবে দিশেহারা

কাঁদি গো পাছে!

ইশকুলে ধারাপাতে

নামতা পড়া

মক্তবে সেপাড়াটা

মুনসি কড়া।

ছুটি হলে দৌঁড়ে

আসতাম বাড়ি

মেলাতে গিয়ে শেষে

কিনি ব্যাংক, গাড়ি।

লাল রঙা আইসক্রিম

ছিলো খুব প্রিয়

খালে গিয়ে মাছধরা

সেটা স্মরণীয়।

বৃষ্টিতে ভিজে ভিজে

হাডুডু খেলা

খেলে খেলে ফুটবল

যেতো যে বেলা।

কানামাছি, কেরামটা

খেলেছি কতো

বটতলা বাজারটা

ছিলো মনমতো।

সন্ধ্যায় থলে নিয়ে

ফিরেছি ঘরে

আকুলিবিকুলি ছিলো

মার অন্তরে!

একটু আধটু করে

হারিয়েছি সব

হারিয়েছি সোনামাখা

 মধুর শৈশব।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com