জোকস্

প্রকাশের সময় : 2020-09-17 17:24:00 | প্রকাশক : Administration
জোকস্

জোকস্

সংগ্রহেঃ রোমেল হোসাইন

ফেসবুকিংঃ

স্কুলপড়ুয়া ছেলেটা তার ফেসবুক স্ট্যাটাসে লিখল, ‘ক্লাসরুমে বসে বসে ফেসবুকিং করছি। হা হা হা কী মজা!’

সঙ্গে সঙ্গেই কমেন্ট লিখলেন শিক্ষক, ‘বেরিয়ে যাও।’

শিক্ষকের কমেন্টে লাইক দিয়ে ছেলেটির মা লিখলেন, ‘আজকে আসো বাসায়। এই অপরাধের শাস্তিস্বরূপ তুমি আজ ঘর ঝাঁট দেবে, ঘর মুছবে এবং থালাবাসন ধুবে।’

মায়ের কমেন্টে লাইক দিল বাসার কাজের লোক!

পাপ্পুর গণনাঃ

ক্লাসরুমে শিক্ষক পাপ্পুকে বললেন ইংরেজিতে ০ থেকে ১০ পর্যন্ত গুনতে

পাপ্পুঃ ০, ১, ২, ৩, ৪, ৬, ৭, ৮, ৯, ১০

শিক্ষকঃ “৫ কোথায় গেলো?”

পাপ্পুঃ “মারা গেছে স্যার”

শিক্ষকঃ “কিভাবে?”

পাপ্পুঃ “গতকালকে ইংরেজি খবরে শুনলাম যে-

5 died in a car accident..!!

শিক্ষক বেহুস

ফেসবুকের পাসওয়ার্ডের বিনিময়ে প্রেমঃ

ঝন্টু, পিন্টু এবং মন্টু একই মেয়েকে প্রোপোজ করল-

ঝন্টুঃ আমি তোমার জন্য মরতে পারি।

মেয়েঃ এটা সবাই বলে।

মন্টুঃ আমি তোমাকে আকাশের তারা এনে দেব।

মেয়েঃ পুরান ডায়ালগ।

পিন্টুঃ আমি তোমাকে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দেব!

মেয়েঃ হায় রে পাগল, এতো ভালোবাস তুমি আমাকে!

সমুদ্রের মাঝখানে আপেলঃ

স্যারঃ মনে কর সমুদ্রের মাঝখানে ১ টা আপেল গাছ আছে। সেখান থেকে আপেল ছিড়বি কিভাবে??

রিংকুঃ স্যার। পাখি হয়ে উড়ে যাব। তারপর ছিড়ে নিয়ে আসব।

স্যারঃ জলজ্যান্ত ১ টা মানুষকে পাখি তোর বাপে বানাবে?

রিংকুঃ স্যার! সমুদ্রের মাঝখানে আপেল চাষ আপনার বাপে করবে?

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com