অতিরিক্ত হলুদ খাওয়ার পরিনিতি

প্রকাশের সময় : 2020-10-01 11:40:18 | প্রকাশক : Administration
অতিরিক্ত হলুদ খাওয়ার পরিনিতি

সিমেক ডেস্কঃ মহামারীর সঙ্গে মোকাবিলা করার জন্য ডাক্তার পরামর্শ দিচ্ছেন প্রতিদিন দুধের সাথে এক চামচ হলুদ মিশিয়ে খেতে। কিন্তু সব জিনিস যেমন অতিরিক্ত ভালো নয়, তেমনি অতিরিক্ত হলুদ খাওয়া কখনো উচিৎ নয়। তাই যাদের রক্ত তঞ্চনে সমস্যা রয়েছে তারা যতটা সম্ভব হলুদ এড়িয়ে চলুন। হলুদ অনেক সময় ক্যালসিয়াম অক্সালেট এর হজমে বাধা হয়ে দাঁড়ায়। এই হজম না হওয়া ক্যালসিয়াম অক্সালেট জমে জমে পরবর্তীকালে কিডনিতে পাথর সৃষ্টি করতে পারে।

দীর্ঘদিন ধরে যদি আপনি অতিরিক্ত হলুদ সেবন করেন, তাহলে আপনার ডায়রিয়া, হজমের সমস্যা, গা বমি বমি ভাব এর মত অনেক কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। হলুদ থেকে এলার্জি হওয়ার সম্ভাবনা থেকে যায়। এলার্জি থেকে ত্বকে ছোট ছোট দানা দানা দেখা দিতে পারে আপনার।

সম্প্রতি বেশ কয়েকটি গবেষণা থেকে জানা গিয়েছে যে, তা নানা রকমের অতিরিক্ত মাত্রায় হলুদ খেলে ঔষধের কাজে বাধা হয়ে দাঁড়ায়। বিজ্ঞানীরা হলুদে থাকা কারকিউমিনকে অস্থায়ী, প্রতিক্রিয়াশীল যৌগ বলে আখ্যা দিয়েছেন। এই কারণেই অ্যাসপিরিন, ওয়ারফারিন এবং কিছু স্টিকার এর কার্যক্ষমতা কমিয়ে দেওয়ার ক্ষমতা রাখে হলুদ।

ঠিক এই কারণেই যথাসম্ভব কম পরিমাণে হলুদ খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিশেষত কাঁচা হলুদ যথাসম্ভব এড়িয়ে চলার জন্য পরামর্শ দিয়েছেন তারা। - সূত্রঃ অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com