নিস্তব্ধ রাতের কান্না

প্রকাশের সময় : 2020-11-11 16:11:09 | প্রকাশক : Administration
নিস্তব্ধ রাতের কান্না

নিস্তব্ধ রাতের কান্না

আহমদ জাকির

প্রতিদিনের মতো সেদিনও রাত এসেছিলো,

সেদিনও রাত এসেছিল চোখে তন্দ্রার জাল

কিন্তু আসেনি আলতো স্নেহে ঘুম ভাঙা ভোর!

আসেনি নিত্যকার শান্ত সকাল।

 

প্রতিদিনকার মতো ক্লান্ত দেহ ঘরে ফিরেছিলো,

চোখ বুঝেছিলো সুখের স্বপ্ন দেখবে বলে।

দেখেছিলো সেদিন কিছু তবে তা বাস্তব,

স্বপ্নের সুখগুলো হারিয়েছিলো দুঃস্বপ্নের ছায়াতলে।

 

সেদিন সকালে চায়ের আমেজ ছিলো না,

ছিলো না সকালের নাস্তা রান্না।

সেদিন জাতি স্তব্ধ হয়ে গিয়েছিলো কারণ,

তারা শুনেছিলো নিস্তব্ধ রাতের কান্না।

 

সেদিনও সন্ধ্যার সূর্যের বিদায়ে রাত এসেছিলো,

নিরবতার আবরণ ছিলো রাতের গায়ে।

তবে তা প্রতিদিনের ন্যায় টিকেনি বেশিক্ষণ,

মাঝরাতে মরণ এসেছিলো ধেয়ে।

 

ফাঁকা রাজপথে ঐ বিনদেশির আগমন,

দানবের হুংকারে নীরবতা ভেঙে চুরমার।

খুব কাছে থেকে দেখেছিলো সেদিন জাতি,

ইতিহাস মনে রেখেছে তাকে নির্মমতার অবতার।

 

ঘুমন্ত বাংলা যেনো মৃত্যুপুরি হঠাৎ,

সেদিনই জাতি গর্জে উঠেছে বুকে প্রতিশোধের তামান্না। 

নির্বিচারের ইতিহাস পঁচিশের ঐ রাত,

কারণ সেদিন জাতি শুনেছিলো নিস্তব্ধ রাতের কান্না।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com