জোকস্

প্রকাশের সময় : 2020-12-09 15:51:32 | প্রকাশক : Administration
জোকস্

জোকস্

সংগ্রহেঃ ফেরদৌস আলম

বল্টুর বিয়েঃ

 বল্টুঃ ডেডি আমি তো তোমাদের একমাত্র সন্তান তাইনা?

বাবাঃ হ্যাঁ, তোকেই তো কত কষ্ট করে পেলাম।

বল্টুঃ আচ্ছা ডেডি; আমি ছেলে না মেয়ে।

বাবাঃ কেন তুই ছেলে।

বল্টুঃ এইতো ফয়িন্নির ঘরে ফয়িন্নি লাইনে আইছে। আমি যদি মেয়ে হতাম কত বছর আগে আমাকে বিয়ে দিতে।

বাবাঃ কেন ৫/৬ বছর আগে।

বল্টুঃ মাইয়ারে কত টাকা খরচ করে বিয়ে দিতে।

বাবাঃ কম হলেও দশ লাখ লাগতো।

বল্টুঃ আমার দশ লাখ লাগবে না আট লাখ তুমি দাও, আর দশ লাখ মেয়ের বাবার থেকে নিয়ে আমাকে বিয়ে করাও!!!

 

দুই কিপটা বন্ধুর ভ্রমনঃ

 

একদা ২ কিপটে বন্ধুর খুব শখ হল তারা দেশ ভ্রমনে যাবে ।

এদের ১জন কানা আর এক জন লেংরা ।

ভ্রমনের আগে তারা কিছু জিনিস নিল ।

কানা নিল একটি হারিকেন আর লেংরা নিল এক জোড়া জুতা। ভ্রমনযাত্রা শুরু হল। কিন্তু বিপত্তি বাধল সন্ধায়, যখন তারা পৌঁছল একটি জঙ্গলে। চারদিকে অন্ধকার নেমে আসল। তখন ......

লেংরা বন্ধুঃ দোস্ত তর হারিকেনটা জ্বালা।

কানা বন্ধুঃ দোস্ত সবই তো পরিস্কার দেখতাছি। হারিকেন জ্বালানোর কি দরকার।

বেশ কিছুক্ষণ পরে......

কানা বন্ধুঃ দোস্ত তর জুতাগুলা একটু দে।

অন্ধকারে কিছু দেখি না, পায়ে কাঁটা লাগে।

লেংরা বন্ধুঃ না রে... দোস্ত নতুন জুতা তো নষ্ট হইয়া যাইবো, দেখস না আমি এইগুলা মাথায় নিয়া হাঁটতাছি।

 

 

এডভান্স ডাক্তারঃ

 

রোগীঃ ডাক্তার সাহেব আমি খুব চুলকানির সমস্যায় ভুগছি।

দয়া করে আমাকে একটা ওষুধ দিন।

ডাক্তারঃ দোকান থেকে এই ওষুধটা কিনে নিন।

রোগীঃ এতে কি চুলকানি সেরে যাবে?

ডাক্তারঃ আমি আপনার নখ বড় করার ওষুধ দিয়েছি। যাতে আপনি ভালোভাবে চুলকাতে পারেন।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com