*** পাথর সময় ***

প্রকাশের সময় : 2020-12-27 17:46:06 | প্রকাশক : Administration
*** পাথর সময় ***

*** পাথর সময় ***

ইঞ্জিঃ সরদার মোঃ শাহীন

ভাবিনি আমি এমন দিনও দেখতে হবে আমায়

দিনরাত এখন সবই সমান, থাকি একই জামায়!

দিনমান শুধু অলস সময়, অলস কাটে বেলা

হারিয়ে গেল শোনিম সোনার, সকাল সন্ধ্যার খেলা।

 

ভারী খারাপ সময়টা যে, খারাপ চারিদিক

শুধু আসে খারাপ খবর, খারাপের হিড়িক!

মনটা থাকে মরা হয়ে, মনমরা তার নাম

হাজার ব্যস্ত মানুষগুলোর, নেই যে কোন কাম!

 

এমনদিনেও দিনটি আসে, দিন বোঝে না কিছু

শুভদিনের আনন্দ সব ঘোরছে সবার পিছু!

শুভদিনের শুভক্ষণের অনেক চড়া দাম

একটি ছড়া লিখতে বসেই ছুটছে গায়ের ঘাম!

 

শুকরিয়া সব আল্লাহ পাকের, আল−াহ্ রহমান

বুদ্ধিমত্তায় মাশআল্লাহ, শোনিম নামের দান!

মাথাভর্তি দুষ্টুমি সব, মাথা ভর্তি ফান

মুডটা তাহার থাকলে ভাল, আনমনে গায় গান!

 

শরীর নিয়ে বেজায় চিন্তা, চিন্তায় দেহ কড়চা

সুস্থদেহে থাকার জন্যে দিনরাত করে চর্চা!

খাবার খাবে মেপে মেপে, চেপে চেপে ভাত

বাড়তে যেন না পারে পেট, পেটের উপর হাত!

 

স্টাইল প্রিয়, ফ্যাশন প্রিয়; প্রিয় স্মার্ট চুল

হিরো হিরো ভাব থাকবে, হয় না যেন ভুল!

বড় বড় ভাবখানা তার, বড় ছেলে বাড়ীর

ষোল বছর পূর্ণ হলেই লাইসেন্স পাবে গাড়ীর!

 

দেহখানা কানাডাতে, মনটি বাপুর জাপান

মনের ঘোরে ঘুরিয়ে বেড়ান, মনে মনে হাঁপান!

অনলাইনে ভাষা শেখেন, শেখেন জাপানী সূর

যদিও তাহার প্রিয় দেশটি, দূর যে বহুদূর!

 

নেশা তাহার মোবাইল ফোনে, বড়ই খারাপ নেশা

চোখ উঁচিয়ে পিটপিটিয়ে, মোবাইল দেখাই পেশা।

নম্র, ভদ্র, শক্ত, সৌম্য আমার ছোট্ট খোকা

আর কিছু নয়, ফোনের নেশায় খায় যে শুধু বকা!

 

করোনা কালের আজব সময়, আজব কষ্টের কাল

দিন রাত্রি উল্টে গেল, উল্টে গেল তাল!

ক্লাশ বন্ধ, স্কুল বন্ধ; বন্ধ সকল কর্ম

সারাক্ষণই বাসায় থাকে, পালন করে ধর্ম!

 

অনলাইনে ক্লাশ আর অফলাইনে পড়া

জীবন যতই অনিয়মে যাক, তবুও জীবন গড়া।

সুখের জীবন, সখের জীবন; এটাই জীবন স্রোত

ছোট্ট মানুষ, ছোট্ট ভাবনা; হয়নি জীবন বোধ।

 

বিকেল বেলায় ঘুরতে বেড়ায় বন্ধু থাকে সাথে

মাস্কে ঢাকা মুখটি যে তার, প্রবলেম নেই তাতে!

প্রবলেম শুধু বাঁধা পেলে, থাকে গোমড়া মুখে

আদর পেলে কান্না করে, জড়িয়ে মায়ের বুকে।

 

রাত্রি হলেই হাফেজ সাহেব পড়তে বসান কোরআন

সূরা পরান, আয়াত ধরান; ধরান নানান বয়ান।

মধুর সুরের কোরআন শুনি, সুমধুর তার গলা

জীবন পথের পাথেয় হোক, কোরআনের পথে চলা।

 

দুহাত তুলে করো দোয়া, সৃষ্টিকর্তার কাছে

মানুষ যেন হতে পারে, আর কী চাইবার আছে!

ভাল কাজের ভাল মানুষ, সবার মাঝের সেরা

পূর্ণ হবে জীবন তাহার, ভালবাসায় ঘেরা!

 

মাসে মাসে অনেক বছর, অনেক সময় হলো

জন্মদিনের কেকটি খাবো, সবাই মিলে চলো।

এত্ত মজার আয়োজন আর কোথায় পাবে বলো

মিষ্টি খোকার সৃষ্টি দিনে, বয়স হলো ষোল!!

 

২৫শে ডিসেম্বর ২০২০

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com