কনুই ব্যথা

প্রকাশের সময় : 2021-01-20 14:51:59 | প্রকাশক : Administration
কনুই ব্যথা

উপসর্গঃ

১. কনুইয়ের বাইরের পাশে চাপ দিলে প্রচন্ড ব্যথা লাগে।

২. হাত দিয়ে ভারী কিছু ওঠাতে কষ্ঠ হয়।

৩. কব্জির নড়াচড়া করলেই হাতে ব্যথা বেড়ে যায়।

৪. অনেক সময় হাতে শক্তি কমে যায়।

 

ব্যাথার কারণঃ ভুল টেকনিকে হাতের নড়াচড়া করার ফলে কনুইতে হাড় ও মাংশপেশির সংযোগ স্থলে অতিরিক্ত টান পড়ার কারণে (অনুবিক্ষণীক) অতি সুক্ষ ভাবে মাংস পেশি ছিড়ে যায় ও ইনফ্লামেশন তৈরী হয় ও প্রচন্ড ব্যাথা হয়। এই কারণে যখন হাতের কব্জির ব্যবহার করতে যায় তখনই কনুইতে সেই সংযোগস্থলে বারবার টান পড়ে বারবার ব্যথা হয়। মেডিকেলের ভাষায় একে ল্যাটেরাল ইপিকনভাইলাইটিস বলে।

 

যাদের বেশি হয়ঃ হাতুড়ি ও স্ক্রু ড্রাইভার ব্যাবহারকারী, পেইন্টার বা রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, টাইপিস্ট, স্টেনোগ্রাফার, শিক্ষক, টেনিস, গল্ফ ও ব্যাডমিন্টন খেলোয়ারদের। অত্যাধিক মোটর সাইকেল চালনাকারী, কসাই, যারা বেশি কম্পিউটারের মাউস ব্যবহার করে, রাঁধুনি, যারা বেশি সাঁতার কাটে মূল কথা হাতের ব্যবহার যারা বেশি করে।

চিকিৎসাঃ কনুই ব্যাথা থেকে স্থায়ী ভাবে সুস্থ্যতার জন্য ফিজিওথেরাপি কার্যকরী চিকিৎসা।

ফিজিওথেরাপিতে ইলেকট্র থেরাপি বেশী কার্যকর ঞবহহরং ঊষনড়/ি কনুই ব্যথার জন্য। তাই কনুই ব্যাথা হলে যত দ্রুত সম্ভব একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

 

ডাঃ মো. ফয়সাল আহমেদ (পি.টি)

সিনিয়র ফিজিওথেরাপিষ্ট

মোবাইল: ০১৬৭৬-২৭৭৩২৪

শিন-শিন জাপান হাসপাতাল

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com