জোকস্!!

প্রকাশের সময় : 2018-04-12 17:10:24 | প্রকাশক :

জোকস্!!

মর্নিং ওয়াকঃ

বাবু আর বাবুর স্লিম-বউ ভোরবেলায় মর্নিং-ওয়াকে বেরিয়েছে। হঠাৎ বাবু দেখতে পেলো একটা পাগলা কুকুর ওদের দিকে তেড়ে আসছে। নির্ঘাত কামড় দেবে বুঝে, বাবু হঠাৎ তার বউকে দু'হাতে মাথার ওপর তুলে নিয়ে দাঁড়িয়ে গেল। কামড়ালে তাকে কামড়াক। বউ-এর গায়ে যেন আঁচড় না পড়ে। এমন দৃশ্য কুকুরটা আর কখনো দেখেনি। তাই ঘাবড়ে গিয়ে বার কতক ঘ্যাঁক ঘোঁক করে ধমক দিয়ে ফিরে গেলে। বাবু তার সুন্দরী বউকে নিচে নামালো। বাবু ভাবলো, তার একটা গিফট পাওনা হল বউ-এর কাছ থেকে। কিন্তু হায়! ভগবান! বউ তো রেগে মেগে আগুন! চিৎকার করে বলছে, 'আজ পর্যন্ত কোনও মানুষ দেখিনি, যে কুকুর তাড়াতে ইট পাটকেলের বদলে নিজের বউকে ছুঁড়ে মারতে চায়৷'

 

শিক্ষক ও ছাত্রঃ

শিক্ষক ছাত্রদের উদ্দেশ্য করে বললঃ তোমরা প্রত্যেকে নিজের জীবনের লক্ষ্য মানে ভবিষ্যতে কে কি হবে তার উপর একটা রচনা লিখ।

এক ছাত্রকে পায়ের উপর পা তুলে দিয়ে দিব্যি বসে থাকতে দেখে শিক্ষক জিজ্ঞেস করলেন; কি হয়েছে। লিখছ না কেন?

ছাত্রটি বললঃ আমি মন্ত্রী হব তো। তাই সেক্রেটারি ছাড়া লিখা যাচ্ছে না....!!!!!

 

ভদ্রলোক ও পিঠা বিক্রেতাঃ

ইংরেজ ভদ্রলোকঃ (পিঠা বিক্রেতাকে) হোয়াট ইজ দিজ?

বিক্রেতাঃ ইট ইজ চিতল পিঠা।

ভদ্রলোকঃ হোয়াট ইজ চিতল পিঠা?

বিক্রেতাঃ ওয়ান সাইড ফুটা ফুটা আন্ডার সাইড পোড়া পোড়া এন্ড হট হট চিতল পিঠা।

 

মা ও ছেলেঃ

ছেলেঃ মা আমি একটা আইসক্রিম খাব।

মাঃ খাসনে সোনা ঠাণ্ডা লাগবে।

ছেলেঃ কিচ্ছু হবেনা, আমি কোর্ট গায়ে দিয়ে খাব। 

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com