বানরের অধিকার নিশ্চিতে গণভোট

প্রকাশের সময় : 2021-02-03 16:25:38 | প্রকাশক : Administration
বানরের অধিকার নিশ্চিতে গণভোট

বানরের অধিকার নিশ্চিতে সুইজারল্যান্ডে হতে যাচ্ছে গণভোট।

বন্যপ্রাণি ধ্বংস ঠেকানো এবং বানরের মৌলিক অধিকার ফিরিয়ে দেয়ার জন্যই সুইজারল্যান্ড সরকার এ গণভোটের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। দেশটিতে বানরসহ অন্যান্য প্রাণীর মৌলিক অধিকার রক্ষায় আঞ্চলিক সংবিধান সংশোধন করার জন্য হবে এ গণভোট।

গণভোটের জন্য সুইজারল্যান্ডের বাসেল শহরের উত্তর ক্যান্টন এলাকায় প্রায় এক লাখ মানুষের কাছ থেকে স্বাক্ষর গ্রহণ করা হয়েছে। যাতে প্রাণীদের মৌলিক অধিকার দেশে বৈধতা পায়। ধারণা করা হচ্ছে, আগামী বছরের শুরুতেই এ গণভোট হবে। সুইজারল্যান্ডের সর্বোচ্চ আদালতে গণভোটের বৈধতা দেয়ার বিরুদ্ধে একটি আবেদন জমা পড়েছিল। দেশটির সর্বোচ্চ আদালত তা নাকচ করে দেন। পরদিনই জেনেভার শহরে চারটি সভা অনুষ্ঠিত হয় বন্যপ্রাণী ও বানরের অস্তিত্ব রক্ষা প্রসঙ্গে। - সূত্র:অনলাইন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com