চিত্তসুখে বিত্তবান

প্রকাশের সময় : 2021-02-03 16:41:21 | প্রকাশক : Administration
চিত্তসুখে বিত্তবান

চিত্তসুখে বিত্তবান

আনোয়ারুল কবীর বাবলু

আষাঢ়ে বাদল নামে নদী ভরে যায়,

শ্রাবনের মেঘগুলো দলবেঁধে ভেসে বেড়ায়।

ঋতু চক্রে ফিরে আসে শরতের খরা,

ভাটির স্রোতে বহমান, ছোট নদীগুলো যেন হয় মরা।

আশ্বিনের আগমনে সাগর ফুলে হয় উত্তাল,

সাগরের লঘুচাপ, ঘূর্ণিঝড়ে, প্রবল বর্ষনে ভরে যায় দিঘি নালা খাল।

আবার জেগে উঠে বর্ষার রূপ, উতালা বাতাস,

মাঠের ফসল ডুবুডুবু করে, কৃষকের উঠে দীর্ঘশ্বাস।

থেমে যায় বৃষ্টি, রোদে হাসে সমস্ত আকাশ,

ক্ষেতের পানি শুকিয়ে যায়, চলে আসে কার্তিক মাস।

হেমন্তের আগমনে কৃষক কৃষানী হাসে গালে গালে,

গাঁয়ের মানুষ বিনোদনে মাতে জারী-সারি ঢোলের তালে।

সোনালী ধানের ক্ষেতে সোনার ফসল ফলে,

গাঁয়ে গাঁয়ে পাড়া মহল্লায়, বেহুলা, ঝুমুর যাত্রার রিহার্সাল চলে।

কেউবা সাজে রাজা প্রজা, কেউবা সাজে নবাব,

চিত্তসুখে বিত্তবান যে, নেইকো তাদের অভাব।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com