জোকস্

প্রকাশের সময় : 2021-02-17 14:28:21 | প্রকাশক : Administration
জোকস্

জোকস্

সংগ্রহে: ফেরদৌস আলম

 

সুস্থ অবস্থায় মরতে যাচ্ছি:

 

এক বৃদ্ধ মৃত্যুশয্যায়। চিকিৎসক বলেছেন খুব বেশি হলে ঘণ্টাখানেকের মধ্যে মারা যাবেন তিনি। তার আত্মীয়-স্বজন সবাই ভিড় করেছে তার বিছানার পাশে। তাকে সাহস দেয়ার চেষ্টা করছে-

নাতি: দাদু তোমার মুখটা খুব উজ্জ্বল দেখাচ্ছে।

ছেলে: বাবা তোমার শ্বাস-প্রশ্বাস তো একদম নরমাল।

পুত্রবধূ: শরীরের তাপমাত্রাও তো বেশ স্বাভাবিক।

বৃদ্ধ: শুনে ভালো লাগছে যে সুস্থ অবস্থায় আমি মরতে যাচ্ছি।

 

পানি ছাড়া সুইমিং পুল:

 

রুবেল: জানিস আমাদের নতুন বাড়িতে বাবা তিনটা সুইমিং পুল বানিয়েছে।

রাব্বি: তাই নাকি!

রুবেল: হ্যাঁ, একটা সুইমিং পুল গরম পানির, একটা ঠান্ডা পানির, আরেকটা পানি ছাড়া।

রাব্বি: সে কী! যার ঠান্ডা লাগবে সে গরম পানির পুলে আর যার গরম লাগবে সে ঠান্ডা পানির পুলে সাঁতার কাটবে, এ পর্যন্ত না হয় বুঝলাম। পানি ছাড়া সুইমিং পুল কী জন্য?

রুবেল: যারা সাঁতার জানে না তাদের জন্য!

 

কুকুর ধাওয়া করেছিলো:

 

মা: বাজার থেকে ফিরতে এতো দেরি হলো কেন?

শামস: একটা কুকুর উল্টো দিকে ধাওয়া করেছিলো তাই।

মা: বাজারের ব্যাগটা কই?

শামস: ভয়ে ব্যাগটা কুকুরের দিকে ছুড়ে মেরেছি, তারপরও কুকুরটা ধাওয়া করছিলো।

মা: রাস্তার পাশ থেকে পাথর ছুড়ে মারলে না কেন?  

শামস: পাথর মেরেছি তো

মা: কখন? পাথর মারার পর কি হলো?

শামস: আমি যখন পাথর ছুড়ে মারলাম তখন কুকুরটা ঘুমাচ্ছিলো। এরপর ঘুম ভেঙে কুকুরটা আমাকে ধাওয়া করা শুরু করলো।

 

দুই টনের এসি বত্রিশ কেজি:

 

গ্রামের মাতুব্বর চিন্তাগ্রস্ত মুখে চায়ের দোকানে বসে আছেন। তার এক বন্ধু জিজ্ঞাসা করেন-

বন্ধু: কি ব্যাপার? সব ভালো তো!

মাতুব্বর: আর বলিস না! দুই টনের এসি কিনে বাড়ি আনার পর ওজন করে দেখি সেটা মাত্র বত্রিশ কেজি! এভাবে ঠকাবে, এটা আমার ধারণারও বাইরে!

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com