রাজকণ্যা মোঃ আবুল বাশার (কাজল)

প্রকাশের সময় : 2018-07-13 12:26:22 | প্রকাশক : Admin

রাজকণ্যা মোঃ আবুল বাশার (কাজল)

তানহা আমার ভালবাসা তানিশা হৃদয় জুড়ে।

সারাটা দিন রাজকন্যাদের কথা শুধু মনে পড়ে।

তানহা আমার হৃদয় জুড়ে তানিশা আমার আঁখি।

আতা গাছে বসে থাকা সেই ছোট্ট পাখী।

তানহা আমার পৌষের শীতে বসন্তের গান।

তানিশা আমার হৃদয় জুড়ে তানহা আমার প্রাণ।

তানহা আমার গাছে পাকা চৈত্র মাসের কুল।

তানিশা আমার গোলাপ চামেলী রক্তজবা ফুল।

তানহা আমার নীল আকাশের পূর্ণিমার চাঁদ।

তানিশা আমার সাত সকালে সোনালি প্রভাত।

তানহা আমার নজরুলের বিদ্রোহী শ্লোগান।

তানিশা আমার রবীন্দ্রনাথের সোনার বাংলা গান।

তানহা আমার পশ্চিম গগনের জোসনা রাতের তাঁরা।

তানিশা আমার সোনা রূপার কাঁচ দেয়ালের হিরা।

তানহা আমার আঁধার রাতের মিটি মিটি আলোর জোনাকী।

তানিশা আমার দোয়েল শ্যামা ময়না টিয়া পাখী।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com