ধর্মে আছি কর্মে নেই

প্রকাশের সময় : 2021-05-26 16:07:18 | প্রকাশক : Administration
ধর্মে আছি কর্মে নেই

ধর্মে আছি কর্মে নেই

আসাদ উল্লাহ

 

মুছে যায় গতদিনের সব চিহৃ অথবা মুছে ফেলি

স্বকীয় অস্তিত্ত্বের কাকচক্ষুজলে আত্মপ্রেমি মানুষ

পিছনে ফিরে না, পিছনে ফিরে না-

দেখে না, দেখি না গতদিন কারা জ্বালিয়েছিলো আলোর মশাল।

ভুলে যাই পিতা ও প্রপিতামহের খড়মের আওয়াজ

বই ধরিয়ে হাতে তারা গেছেন মাঠে ধানের ক্ষেতে

লাঙলের খুঁটি ধরে সারাদিন আমাদের জন্যে কিনেছেন নিয়ন শহর,

সমুদ্র কিনেছেন তারা, পাহাড় কিনেছেন, ঝর্ণা, বনভূমি-

আমরা এখন অবকাশে যাই রিসোর্ট হল্লায়

রমনীর স্তনে আর নাভিতে ঢালি হুইস্কির বোতল

আমাদের ক্ষয় ও ক্ষতি নেই, মনোস্তাপ নেই।

আপাতত জিকির তুলো কোরাস ধরো যে যা পারো,

জিকির মানে মানুষ বিমুখ ধর্ম

কোরাস মানে বলতে থাকো- আমি মুসলিম না হয় হিন্দু

কোরাস মানে বলতে থাকো- আমি বৌদ্ধ না হয় খ্রিষ্টান।

কোরাস মানে মানুষ নয় প্রেম কিংবা সভ্যতার

জিকির মানে মানুষ নয় যথাযথ ধর্মাবতার।

জিকির মানে ফাঁকফোকরে মন্ত্রীত্ব

কোরাস মানে ট্রেনের জন্যে দাঁড়িয়ে থাকা রেলের স্টেশন।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com