মাথাপিছু আয় বেড়ে ২,২২৭ ডলার

প্রকাশের সময় : 2021-06-09 14:36:10 | প্রকাশক : Administration
মাথাপিছু আয় বেড়ে ২,২২৭ ডলার

দেশে মাথাপিছু আয় ১৬৩ ডলার বেড়ে চলতি অর্থবছরে ২,২২৭ ডলার হয়েছে, যা গত অর্থবছর ছিল ২,০৬৪ ডলার। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পরিমাণও প্রাথমিক হিসাবে চলতি অর্থবছরে বেড়েছে। জিডিপি ছিল ২৭ লাখ ৯৬ হাজার ৩৭৮ কোটি টাকা, এটা হয়েছে ৩০ লাখ ৮৭ হাজার ৩০০ কোটি টাকা।

যদিও স্ট্যাটিসটিকস এখনও ফাইনাল হয়নি। অর্থ বিভাগ থেকে প্রাথমিকভাবে একটা হিসাব দেয়া হয়েছে। জিডিপিও বেড়েছে, মাথাপিছু আয় ৯ শতাংশ বেড়েছে। মাথাপিছু আয় ২,২২৭ ডলারকে টাকায় রূপান্তর করলে হয় এক লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকা (প্রতি ডলার ৮৪ দশমিক ৮১ টাকা ধরে)। এটা দেশের বিরাট অর্জন।

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তনের ৪০ বছর উপলক্ষে মন্ত্রিপরিষদ তাকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর এই সুন্দর একটি দিনে মাথাপিছু আয় বাড়ার বিষয়টি চমৎকার একটি বিষয় হিসেবে উল্লেখ করেছেন সবাই। - সূত্র: জনকণ্ঠ

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com