মা আবুল বাশার (কাজল)

প্রকাশের সময় : 2018-04-12 17:43:56 | প্রকাশক : Admin

মা আবুল বাশার (কাজল)

মা- জননী কত মহান

কত দরদী জাননা বান্দা তুমি।

মা- র সাথে করলে বেয়াদবী

ক্ষমা করব না আমি।

মা- যে তোমাকে গর্ভে ধারন

করেছে দশমাস দশদিন।

সারা জনমের বন্দিগী তোমার

শোধ হবেনা তাঁর ঋন। 

মা- যে হল তাই পরকালের

তরী সকলেই কর সেবা।

কোথায় মক্কা কোথায় মদিনা

মা- যে হল তোমার কাবা।

মা- যে দুঃখীনি কত কষ্ট তাঁর

যখন হয়েছ তুমি।

সব কষ্ট মা ভূলে গেছে যখন দেখেছে

তোমার মুখখানি।

শিশুকালে মা- জড়িয়ে ধরে

আঁকড়িয়ে রেখেছে বুকে।

হাজারো দুঃখ ভুলে গিয়ে

মা- চুমু খেয়েছে মুখে ।

যে ঘরে আছে মা- জননী

চাঁদের চেয়ে আলো।

মা- নাই যার ঘরে শূন্য

ঘর তাঁর মরুভূমি আর বালু।

মা- য়ের স্থান সবার উপরে

তাঁর উপরে কেহ নাই।

মায়ের আগ্রহেই এই পৃথিবীর মুখ

দেখছে সবাই।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com