পিতা-মাতার যত্ন না নিলেই কাটা যাবে বেতন

প্রকাশের সময় : 2018-08-29 21:09:29 | প্রকাশক : Admin

সিমেক ডেস্কঃ বয়স্ক মা বাবার দেখাশুনা না করলেই কাটা যাবে বেতন। সরকারি চাকরিজীবীদের জন্য ভারতের আসামের বিধানসভায় এমনই এক বিল পাস করা হয়েছে। এ বছরের ২ অক্টোবর থেকে কার্যকর হবে এটি।

সেখানে বলা হয়, অনেক সন্তানরাই তাদের দায়িত্ব এড়িয়ে যান এবং মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন। তাই সন্তানদের উপর নির্ভরশীল মা বাবাদের যত্ন না নিলেই কাটা হবে ১০ শতাংশ বেতন। আর সে মা বাবার যদি একাধিক সন্তান সরকারি চাকরি করে তবে সবার বেতন থেকেই এই অর্থ কাটা হবে।

জানা গেছে, কর্তৃপক্ষ শাস্তির সিদ্ধান্ত নেয়ার পর সন্তানদের বিষয়টি জানাবেন। এতে তিনি বা ওই বাবা-মা সন্তুষ্ট না হলে সরকারের মনোনীত কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন। এতেও সন্তুষ্ট না হলে প্রণাম কমিশনের কাছে যাওয়ার সুযোগ রয়েছে।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com