অতীত, বর্তমান, ভবিষ্যত মোঃ শামছুল হক

প্রকাশের সময় : 2018-10-10 22:45:27 | প্রকাশক : Admin

অতীত, বর্তমান, ভবিষ্যত মোঃ শামছুল হক

অতীত আজ আছে কাল নাই,

এই অতীতের দরকার নাই।

অতীতকে ভুলে যাও চিরতরে,

অতীতের খুঁজে বর্তমানকে করো না পতিত।

বাস্তব একটু পর হবে অতীত,

অতীত হবে না আর বাস্তব।

অতীতের ভুল অতীতে করেছো,

তাইত আজ তুমি কঠিন হতে পেরেছো।

অতীতের ব্যথা অতীতেই থাক,

অতীতকে ভেবে তুমি বাস্তব করিওনা পর।

অতীতকে খুঁজে পাবেনা আর,

অতীত তোমায় দিয়ে গেছে ফাঁকি।

বর্তমান এর আশায় জীবন গড়ে তুল,

বর্তমানকে যেন কোন দিন না ভুলো।

বর্তমান হবে তোমার চলার পথের সাথী,

বর্তমানকে ধরে রাখ জীবনের বাতি।

বর্তমান এর কাজ বর্তমানেই কর,

তাই বর্তমানকে কঠিনভাবে ধর।

ভবিষ্যতের কথা চিন্তা করে জীবন গড়,

ভবিষ্যতই হবে তোমার জীবনে বড়।

ভবিষ্যতকে অতীত ভেবনা,

ভবিষ্যত হবে তোমার জীবনের ভাবনা।

ভবিষ্যতকে জীবনের সাথী কর,

তবেই জীবনে হতে পারবে বড়।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com