মাধবীলতা আনোয়ারুল কবীর বাবলু।

প্রকাশের সময় : 2018-10-24 17:29:42 | প্রকাশক : Admin

মাধবীলতা আনোয়ারুল কবীর বাবলু।

তন্দ্রাহারা নয়নে ভাবতে ভাবতে ঘুমিয়েছি আজ,

আবার কেন জানি ঘুমও ভেঙ্গেছে সকাল সকাল।

হঠাৎ তাকিয়ে দেখি দক্ষিনের বাগানে,

ফুটেছে নানা রংয়ের ফুল।

মনে হয় বসন্ত এসে গেছে,

গত বসন্তে তুমিও একবার এসেছিলে।

তোমার কি মনে আছে বসন্ত বিলাসে,

বাগানের সেরা ফুলগুলো

তোমার খোঁপায় পড়িয়ে ছিলাম।

তুমি আচমকা শিহরনে আমাকে স্পর্শ করেছিলে,

সেকি আনন্দ, সেকি অনুভূতি,

আজও লেগে আছে ভাবলার আঁঠার মত।

অপলক নয়নে তুমি চেয়ে চেয়ে হাসলে,

দুধে আলতা রংয়ে, দেবে যাওয়া ভাজপরা গালে।

কি যে অপরূপ লাগছে,

পূর্নিমা চাঁদ যেন আমার বাগানেই উঠছে।

কল্পনার ক্যানভাসে রূপের মাধুরী ভাসছে,

খুব জানতে ইচ্ছা করে,

তুমি কি সেই।

জীবনানন্দের কল্পনার বনলতাসেন,

নাকি আমার হৃদয়ে আঁকা ছবি

গোধূলীর মাধবীলতা।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com