গভীর সমুদ্রে গ্যাসের সন্ধান

প্রকাশের সময় : 2018-11-07 17:44:54 | প্রকাশক : Admin
�গভীর সমুদ্রে গ্যাসের সন্ধান

সিমেক ডেস্কঃ সমুদ্র উপকূল থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে ১ হাজার ৭শ মিটার নিচে গভীর সমুদ্রের ১২ নম্বর   ব্লকে গ্যাস থাকার সম্ভাবনা আছে বলে জানিয়েছে কোরিয়ান কোম্পানি পস্কো দাইও কর্পোরেশন। গত বছর কাজ পাওয়ার পর প্রায় সাড়ে ৩ হাজার কিলোমিটার এলাকায় দ্বিমাত্রিক জড়িপ শেষে ৫টি সম্ভাবনাময় কাঠামো খুঁজে পেয়েছে তারা। যার মধ্যে ৩টি কাঠামোতে অধিক সম্ভাবনাময় বলা হয়।

মিয়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্র সীমা নিস্পতি হয় ২০১২ সালে। কিন্তু ৬ বছর পেরিয়ে গেলেও সমুদ্রের কোনো সম্পদ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। অথচ মিয়ানমার এরই মধ্যে দুটি গ্যাস পিল থেকে গ্যাস তুলা শুরু করেছে। এই অবস্থায় সাগরে তেল গ্যাস অনুসন্ধানের কাজ দ্রুত গতিতে এগিয়ে না নিলে বড় ধরনের আশঙ্কা করছেন ভূ-তত্ত্ব বিশেষজ্ঞ। ভূ-তত্ত্ব বিশেষজ্ঞ অধ্যাপক বদরুল ইমাম বলেন, আমরা গ্যাস উত্তোলন করার জন্য অনেক দেরি করে ফেলেছি। কিন্ত এখনো পর্যন্ত সমস্ত ব্লক অনুসন্ধানের আওতায় আসেনি। কেবল মাত্র ৪টি ব্লক অনুসন্ধানে এসেছে। আমরা এখনো জোরালো কার্যক্রম দেখতে পারছি না। দেশের জ্বালানি গ্যাস সংকট মোকাবেলায় সাগরের গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। সুত্র : একাত্তর টেলিভিশন

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com