সাবাশ হিরো আলম!!!

প্রকাশের সময় : 2018-12-06 14:48:30 | প্রকাশক : Admin
�সাবাশ হিরো আলম!!!

অজয় দাশগুপ্ত: কখনো দেখেছেন নেতা সাক্ষাৎকার নিচ্ছেন কারো? কারো মুখের সামনে মাইক্রোফোন নিয়ে দাঁড়িয়ে আছেন কেউকেটা কেউ? কোনো চ্যানেলে আর কাউকে এনে সাক্ষাৎকার নিচ্ছেন কোনো অভিনেতা, খেলোয়াড় বা সেলিব্রেটি কেউ? উল্টোটাই রীতি। তাই যারা বলছেন, একাত্তর টিভির উপস্থাপিকা হিরো আলমকে অপমান করেছেন আমি তাদের সাথে একমত নই। বরং হিরো আলমই তাকে একহাত দেখিয়ে দিয়েছেন। তিনি তার মুখের ওপর জবাব দিয়েছেন এই বলে; বিখ্যাত না হলে আমাকে ডাকলেন কেন? কথা কি মিথ্যা? হাজার হাজার নমিনেশান প্রার্থীর ভীড়ে নগন্য হলে হিরো আলমকে ডাকা হলো কেন?

আর প্রমিত বাংলা? দেশের নাটক, সিনেমা ভদ্রজন সুধিজনেরা বলেন, দৌঁড়ের উপর আছি। বিন্দাস লাগতাছে। মাইরের ওপর ঔষধ নাই। আর হিরো আলম বললে দোষ? আমার বরং মনে হয়েছে তার কথায় যুক্তি আছে। যে সমাজে ইয়াবা বদি এমপি হতে পারে সেদেশে হিরো আলমের অপরাধ কি? সে তথাকথিত অভিজাত আর ভদ্রবেশী চোর ডাকাত নয় বলে তাকে ডেকে এনে অপমান করা মূলত এদেশের আম জনতাকে অপমান করার সামিল।

তার একটা কথা আমার মনে গেঁথে থাকবে অনেক কাল। বলছিলো সংসদের নেতারা বেশি বোঝেন বলেই আজ সমাজের এই হাল। কম বুঝলে বা তার মতো সরল হলে এমনটা হতোনা তখন মনে হচ্ছিলো কেউ যেন চোখে আঙুল আর বুকে গা দিয়ে বলছে , বুঝলে তো এরাই সত্য বলে। তোমাদের মতো হিপোক্রেটরা সম্মান করতে না জানলেও অপমান করতে জানে খুব। সাবাশ হিরো আলম। আমার এলাকার হলে তোমাকে ভোট দেয়ার কথা বলাটাই হতো ন্যায্য প্রতিবাদ। লেখক: কলামিস্ট ও বিশ্ববিদ্যালয় পরীক্ষক

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com