স্বর্নকমলে রেখেছি তোমায়

প্রকাশের সময় : 2018-12-06 15:11:35 | প্রকাশক : Admin

স্বর্নকমলে রেখেছি তোমায়

আনোয়ারুল কবীর বাবলু

স্বর্ন কমলে রেখেছি তোমায়, অতিব যতন করে,

অন্তিম ভালবাসা যা কিছু আছে হৃদয়ে,

সবটুকু দিয়েছি উজার করে তোমারে।

তোমারে চাহিয়া সুখ খুঁজে পাই,

স্বপ্ন ভাঙ্গার শব্দে বিভোর

বিরহ শেষে চাওয়ার কিছু নাই।

বলিতে চাহিয়া আমি বলিতে পারিনা

কি দিব তোমায়।

শত জনমের দিব্বি আমার শত বছর পর,

শত সহশ্র গোলাপের পাপড়ি দিয়ে

সাজাব তোমায়,  রাখিব মাথার উপর।

পাছে লোকে কিছু বলে, এত কিশের ভয়,

মমতাজ আর রজকিনিরা করছে ভালবাসার জয়।

ভোরের সূর্য উঠিবার কালে, তোমায় দেখি নয়ন মেলে,

শয়নকালে তোমাকে রাখি নীদহারা আঁখি পাতে।

তুমি বিশ্বাস কর, আজও ভালবাসি তোমায়,

যতই দূরে থাকি, ডাকো যদি আমায়।

তোমাকে জড়ায়ে আদরে আদরে,

চুম্বনে মাতিয়ে রাখব প্রহরে প্রহরে।

আমি তৃষ্ণার্ত, উম্মুখ তোমার পানে,

শুকনো জ্বিব ভিজাব দু’জন উষ্ণ আলিঙ্গনে।

আমি যাহা চাই, তাহা নাহি পাই,

থাকিব তোমার অপেক্ষায়,

জনম জনমে ভালবাসিব তোমায়,

বকুলের মালা পড়াব গলায়,

জানি একদিন যাবে তুমি চলে

আমিও ফেরারি হব তোমার নাম বলে বলে।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com