গাছের কথা

প্রকাশের সময় : 2019-02-14 15:59:46 | প্রকাশক : Admin

গাছের কথা

শেখ আশরাফুল ইসলাম

গাছ কভু কহেনা মুখ ফুটিয়া কথা

তাই বলে কি ওর জীবনে নেই কোন ব্যথা।

ওর জীবনেও থাকতে পারে, আকাশ ছোঁয়ার আশা

আমরা ব্যথা বুঝিনা ভাই, গাছের আছে কত ভাষা।

কোন গাছের পাতা চিকন, কারও আবার মোটা

যত্নের উপর নির্ভর করে, গাছের বেড়ে উঠা।

কেউ করে ফল দান, কেউ বা দেয় ছায়া

কেউ করে কাঠ দান,

সবার জন্যেই করতে হবে সমান মায়া।

মোর গায়েতে রেখোনা ভাই দা কাঁচি আর ছুরি

গাছ বলে নেই কান্নার শব্দ মনে মনেই পুড়ি।

সৃষ্টিকর্তার অসীম জ্ঞান

বীজ হতে, গাছের জন্ম

আবার পাতা ও ডাল থেকে দান।

মরার মধ্যেই জীবন্ত আর জীবন্তর মধ্যেই মরা

গাছের দুঃখ বড় ঝড়, আর ভীষন হলে খড়া।

গাছ কেঁদে বলে, ও মানুষ তোমার চেয়ে বেশি মোর মায়া

আমার শিকড়ে লাগাও কুড়াল, তবুও দেই ছায়া।

তুমি যখন অসুস্থে বিছানায় চাদরে থাকো ঢেকে

আমি উপকার করি, মোর পাতা শিকড় ও ছাল থেকে।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com