১১০ মিলিয়ন বছরের পাখির পেটে ডিমের জীবাশ্ম

প্রকাশের সময় : 2019-04-11 17:04:30 | প্রকাশক : Administration
১১০ মিলিয়ন বছরের পাখির পেটে ডিমের জীবাশ্ম

সিমেক ডেস্কঃ পেটে ডিম নিয়ে প্রায় ১১০ মিলিয়ন বছর আগে মারা গিয়েছিল পাখিটি। ওই ডিমসহ চড়ুই আকারের পাখিটির জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। সময়ের চাপে ডিমটি চূর্ণ ও চ্যাপ্টা হয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১১ বছর আগে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছিল। ২০১৮ সালে বেইজিংয়ের একটি প্রধান ল্যাবরেটরির জীবাশ্মবিদরা ডিমটি পরীক্ষা করেন। তাঁরা লক্ষ্য করেন পাখিটির অস্থির মাঝে টিস্যুর একটি অদ্ভুত শিট রয়েছে। মাইক্রোস্কোপে টিস্যু পরীক্ষার পর দেখা যায় সেটি ছিল একটি ডিমের।

জীবাশ্মবিদ মেরি স্কুইজারস-এর কাজের প্রতি সম্মান দেখিয়ে ডিমটির ধারক পাখিটির প্রজাতির  নাম দেওয়া হয়েছে অ্যাভিমিয়া স্কুইজারি। এটি   বিশ্লেষণে আরো চমকপ্রদ তথ্য পাওয়া গেছে। মা পাখিটির কঙ্কালটিতে মস্তিষ্কের হাড়ের একটি চিহ্ন রয়েছে যা ক্যালসিয়াম বহনকারী টিসু এবং যা ডিমের শেল গঠনে সহায়তা করে। এ থেকে প্রমাণিত প্রাচীন ওই পাখিটির প্রজননকালে এই টিস্যু  তৈরি হয়েছিল।

গবেষকরা মনে করছেন শেষ পর্যন্ত ডিমটির কারণেই পাখিটি মারা গিয়েছিল। সূত্রঃ সায়েন্স নিউজ

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com