বাঙালীর বৈশাখ

প্রকাশের সময় : 2019-04-25 17:00:36 | প্রকাশক : Admin

বাঙালীর বৈশাখ

মোঃ আখতার হোসেন মন্ডল

বৈশাখে শাখে শাখে

পুলকে পলকে পলকে

দেখি আমি মুগ্ধ চোখে

নতুনের আগমন। আকাশ বাতাস

সহসাই উচ্ছল, ক্ষিপ্ত চঞ্চল,

নিরুপমা বাংলার বুকে

নেমেছে কী রূপেরই ঢল।

দিকে দিকে কি আনন্দ

ঘরে ঘরে সবার রকমারি খাবার,

বর্ষবরণ সুরের ছন্দ

সবার প্রাণে আনে ফসল কাটার

গানে গানে স্বপ্ন সুখের জয় উল্লাস,

মেলায় খেলায় কাটে বেলা,

মুখর সুফলা বাংলা উৎসবে বিহ্বল।

নতুন ধানের গন্ধে ভরা

উতাল হাওয়া দিশে হারা

পুস্প পল্লব নৃত্যে মাতাল

ঢেউয়ের কোলে ঢেউ বেসামাল

আকাশ ভেংগে গর্জে আসে

কালো মেঘের ভেলা ভেসে

নিয়ে ঝঞ্ঝা বৃষ্টি জল।

এসো, জাতি ধর্ম ভুলে

প্রার্থনা করি প্রাণ খুলে

হে প্রভু, পূর্ণ করো

সুখ, সমৃদ্ধি দানে ধরাতল

নাশি’ যত অপশক্তি, অমঙ্গল।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com