পিকনিকের গাড়ি

প্রকাশের সময় : 2019-05-23 19:55:55 | প্রকাশক : Administration

পিকনিকের গাড়ি

আসাদ উল্লাহ

পিকনিকের গাড়িগুলো কী সুন্দর

হেলেদুলে বনের ভেতর ঢুকে যায়

একদল বন্য প্রজাতি ভেঙে দেয় বনবিথীর মৌনতা,

তারা যেনো আকাশ থেকে নেমেছে

তারা যেনো দশতলার ছাদ থেকে

গাছের ডাল থেকে নেমেছে।

 

মানুষ তবে বানর ছিলো

দুধ-ভাতের কথা বলে বলে

প্রেমের কথা বলে বলে

মূলত বানিয়েছে আদিম গুহার পৃথিবী!

একদল মধ্য বয়স্ক নারী-

ক্লেদের অকারণ ভার বহণ ছাড়া আপাত

যাদের আর কোন উল্লেখযোগ্য কাজ নেই

কতিপয় তরুণীর মতো তারাও তরল হয়ে যায়

যেমন তরল ছিলো একদা যাত্রার মধ্যরাত।

 

মা প্রতিদিন যৌথ খামারের গল্প বলতেন

ভাতের বলকের মতো সুরগোল তোলা রান্নাঘরের গল্প,

কেউ কাটছেন আনাজ

কেউ বিশাল ডেকচিতে চাল ধুয়ে দিচ্ছেন

যারা মাত্র বউ হয়ে এসেছেন তারাও ব্যাস্ত-

এখন পিকনিকের গল্প শুনি

অর্ধউলঙ্গ গাড়ি দেখি

রান্নাঘরের সবুজ উৎসব দেখি না!

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com