রোজা নাকি ইফতার! কোনটি ফরজ?

প্রকাশের সময় : 2019-06-13 17:41:51 | প্রকাশক : Administration
রোজা নাকি ইফতার! কোনটি ফরজ?

মুহাম্মদ ইলিয়াস হোসেনঃ রমজানের এই দীর্ঘ মাসে আমার যেটি মনে হলো, আসলে রোজা আমাদের উপর ফরজ নয়; ফরজ হলো ইফতার! এমনকি নামাজও নয়, শুধু ইফতারই যেনো ফরজ! সন্ধ্যাবেলা সব জায়গায় দেখা যায় ইফতার পার্টির আয়োজন। কোনোটি জেলা সংগঠনের, কোনটি উপজেলা সংগঠনের, কোনটি বন্ধুরা মিলে আবার কোনটি অন্য কোনো সংগঠনের কিংবা বন্ধুরা একত্রিত হয়ে আয়োজন করে।

বেশ কয়েকটি এই ধরণের প্রোগ্রামে অংশগ্রহণ করে যেটি লক্ষ্য করলাম, প্রায় ৭০ শতাংশ থাকেন আয়োজক এবং উপস্থিতদের মধ্যে বেরোজাদার এবং ইফতার শেষে নামাজ পড়েন না প্রায় ৮০ শতাংশ। কিন্তু ইফতারের আয়োজনে কোনো কমতি নেই। প্রায় ৩০ থেকে ৪০ টি আইটেম না হলে যেন ইফতার হয় না। অথচ ইফতার করা এবং করানো হলো সুন্নত। যেটি আমরা হাদিসের মাধ্যমে বুঝতে পারি।

হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত হাদিসে তিনি বলেন, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজ পড়ার আগে কয়েকটি কাঁচা খেজুর দিয়ে ইফতার করতেন। যদি কাঁচা খেজুর না থাকত তাহলে শুকনো খেজুর দিয়ে। যদি শুকনো খেজুরও না থাকতো, তাহলে কয়েক ঢোক পানি দিয়ে।’ অন্য একটি হাদিসে পাওয়া যায় মহানবী (সাঃ) বলেন,‘মানুষ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে, যতদিন তারা অবিলম্বে ইফতার করবে।’ এর দ্বারা স্পষ্ট যে আমাদের অবশ্যই ইফতার করতে হবে এবং সঠিক সময়ে অবিলম্বে ইফতার করা সুন্নত।

কিন্তু বর্তমানে ইফতারের আয়োজন নিয়ে এক একজন এতো বেশি ব্যস্ত হয়ে পড়েন যে, ইফতারের আগে যে দোয়া কবুলের সময় অথচ এ সময়ে দোয়া করার সময়টুকু তারা পান না। মহানবি (সাঃ) বলেছেন, ‘তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেয়া হয় না। এক: ন্যায়পরায়ণ শাসকের দোয়া। দুই: রোজাদারের ইফতারের সময়কার দোয়া। তিন: মজলুমের দোয়া। (মুসনাদে আহমাদ: ৮০৪৩)।’ অন্য একটি হাদিসে আবু উমাম (রাঃ) থেকে বর্ণিত হয়েছে যে, ‘প্রতিদিন ইফতারের সময় আল্লাহ কিছু মানুষকে (জাহান্নাম থেকে) মুক্ত করে দেন।’ (মুসনাদে আহমাদ : ২১৬৯৮) অথচ দেখা যায়, ইফতারের সময় দোয়া করার সময় কই? ইফতার আয়োজন করতে হবে! বক্তৃতা দিতে হবে! উপস্থাপনা করতে হবে! নিজেকে দেখাতে হবে! ছবি তুলতে হবে! কী অদ্ভুত আমরা তাই না?

আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা আল বাকারায় বলেন, ‘তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের প্রতি। যাতে তোমরা মুত্তাকি হতে পারো।’ (সূরা বাকারা আয়াত: ১৮৩) রোজা সম্পর্কে আরো বলা হয়েছে, হাদীসে কুদসিতে আল্লাহ বলেন, ‘রোজা আমার জন্য এবং আমিই এর প্রতিদান দিব।’ মহানবি (সাঃ) বলেছেন, ‘রোজা হল ঢাল স্বরূপ।’

আমরা এর দ্বারা স্পষ্ট বুঝতে পারি রোজা রাখার গুরুত্ব কতো। রোজা আমাদের উপর ফরজ মানে অবশ্যই পালনীয়, পালন করতেই হবে। ‘যদি স্বেচ্ছায় একটি রোজাকে ভঙ্গ করা হয় তবে একটির কাফফারা হিসেবে ৬০টি আদায় করতে হবে। আবার যদি এই ষাটটি রোজা আদায়ের মধ্যে একটি ভঙ্গ করা হয় আবার ষাটটি আদায় করতে হবে নতুবা একটি রোজার বিনিময়ে ষাটজন ইয়াতিম এবং মিসকিনকে দ্ইুবেলা খাবার খাওয়াতে হবে।’ (আদদুররুল মুখতার: ৪২৬)

আমরা ইফতার অবশ্যই করবো। তবে আমাদের যেটি গুরত্বপূর্ণ সেটিকে তো বেশি মূল্যায়ন করতে হবে। আগে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। কেননা নামাজ হলো ‘যারা মুসলিম এবং যারা মুসলিম নয় তাদের মধ্যে পার্থক্যকারী।’ (সহীহ মুসলিম, হাদিস নং: ৮২)।

আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা বাকারার প্রথম ৩ এবং ৪ নং আয়াতে যারা সফলকাম এবং সঠিক পথে রয়েছে তাদের বর্ণনা দিয়েছেন, এর মধ্যে একটি হলো নামাজ কায়েম করা। এছাড়াও পবিত্র কুরআনের অনেক জায়গায় নামাজ কায়েমের কথা বলা হয়েছে। তাই আমাদের ফরজ কাজকে বিশেষ গুরুত্ব দিতে হবে। আসুন আমরা এখন থেকে শপথ নেই, লোক দেখানো ইবাদতকে পরিহার করবো। আল্লাহকে ভয় করে শুধু সুন্নত নয়; ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব পালন করবো। রোজাকে ইফতার আড্ডা, বিনোদনের বস্তু না বানিয়ে প্রকৃত মুসলমান হওয়ার চেষ্টা করবো।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com