বঙ্গ কন্যা মোঃ আবুল বাশার ( কাজল)

প্রকাশের সময় : 2019-07-25 18:22:16 | প্রকাশক : Administration

বঙ্গ কন্যা মোঃ আবুল বাশার ( কাজল)

তুমি মাগো বঙ্গ কন্যা শেখ মুজিবের বেটি।

রাজনীতিতে সুনাম  তোমার সোনার চেয়েও খাঁটি।

সারা বাংলা সুনাম  তোমার  সুনাম দেশ বিদেশী।

পদ্মা সেতুর  কাজে মা-গো সকল মানুষ খুশী।

ভাটির মানুষ ভাটি গান গায় খুশিতে খুশীর বন্যা।

উন্নয়নের কথা দেশ বিদেশে শেখ মুজিবের কন্যা।

ঢাকার শহর অলি গলি ফ্লাইওভারে ভরা।

তবু কেন মরছে মানুষ আইন কর মা- কড়া।

বাস চালাতে ড্রাইভার কেন করছে নড় বর।

দাগী দুষ্ট খতম করে তাদের কে মা- ধর।

ছাত্র ছাত্রী সবাই খুশি,  খুশি শিক্ষক বৃন্দ।

কু-চক্রীরিরা অপবাদে লাগায় শুধু দ্বন্দ।

সারা বাংলা নৌকার মাঝি  তুমি মা- গো কান্ডারী।

হাইব্রীটরাই দলে এসে করে শুধু বাহাদরী।

তুমি মা- গো বঙ্গ কন্যা দেশের প্রধানমন্ত্রী।

ক্ষমতা যখন থাক তুমি জনগনে পায় শান্তি।

শেখের কন্যা শেখের মত উন্নয়নে দিশেহারা।

ভয় পায় না সে অন্য কাউ কে এক আল্লাহ কে ছাড়া।

কাছে গিয়ে যেমন মাগো গরীব দুখী বাঁচালে।

সবাই চায় মা থাকে তোমার স্নেহের পরশ আঁচলে।

তুমি মাগো বঙ্গ  কন্যা দেশের সবাই খুশি।

আগষ্টের এই শোকের মাঝে ও তুমিই রবি শশী।

তুমিও যদি না থাকতে মা কেমনে সকাল হত।

শোকে শোকে সারা বাংলা অশ্রু সিক্তত হত।

ধন্য মাগো বঙ্গ কন্যা ধন্য বাংলা জাতি।

ইতিহাসেও ঠাঁই পাবে মা তোমার হাজার স্মৃতি।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com