চাঁদের শিলায় আগ্নেয়গিরির তথ্য

প্রকাশের সময় : 2019-08-07 15:25:12 | প্রকাশক : Administration
চাঁদের শিলায় আগ্নেয়গিরির তথ্য

সিমেক ডেস্কঃ আগ্নেয়গিরি ও এর লাভা নিয়ে গবেষণায় নতুন পথের দিশা দিচ্ছে চাঁদের শিলা। বিজ্ঞানীরা বলছেন, ৫০ বছর আগে নাসার অ্যাপোলো-১১ মহাকাশযানের নভোচারীরা চাঁদের পৃষ্ঠ থেকে শিলা নিয়ে আসেন। সেগুলো আগ্নেয়গিরির ফলে উৎপন্ন বলে ধারণা করছেন গবেষকরা। প্রায় দেড়-দুইশ কোটি বছর আগেকার এসব শিলাই পৃথিবীর আগ্নেয়গিরি ও এর উৎপন্নজাত শিলা সম্পর্কে ধারণা দেবে।

স্পেনের ক্যানারিয়ান ভলকানোলজিক্যাল ইন্সটিটিউটের গবেষক ম্যাট প্যানখাস্ট বলেন, আমাদের কাছে বর্তমান যুগের আগ্নেয়শিলা আছে। কিন্তু কোটি কোটি বছর আগের কোনো শিলা নেই। এক্ষেত্রে চাঁদের শিলাগুলো আমাদের পূর্বের আগ্নেয়গিরি ও শিলা সম্পর্কে প্রচ্ছন্ন ধারণা দেবে। ফলে আমরা আগ্নেয়গিরির গঠন ও পরিবর্তন  সম্পর্কে ধারণা পাব, যা অগ্ন্যৎপাতের পূর্বাভাসের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ২ হাজারেরও বেশি চাঁদের শিলাখণ্ড সংগ্রহ করেছে। বিভিন্ন সময় গবেষণায় কিছু কিছু শিলা ধার দেয় নাসা।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com