ইতিহাসের মহানায়ক

প্রকাশের সময় : 2019-08-07 15:33:44 | প্রকাশক : Administration

ইতিহাসের মহানায়ক

মোঃ আখতার হোসেন মন্ডল

উত্তাল সমুদ্রে তুমি দিশারী

নির্ভীক কান্ডারী অদম্য রণবীর।

যখন কেটেছে তিমির রাত

পূর্ব দিগন্তে ফুটেছে প্রভাত

মুক্তির সোনালী সৈকতে ভিড়িয়েছো

ঝড়ের তান্ডবে বিধ্বস্ত তরী

আর পূনঃ নির্মাণে দিয়েছো মন

আত্মসুখ দিয়ে বিসর্জন।

এক সকালে খবর এলো

তুমি আর নেই!

ঘাতক বেইমান কেড়ে নিলো প্রাণ!

কিন্তু কে বলে তুমি নেই?

তুমি আছো, তুমি রবে নীরবে

বাঙ্গালির ঘরে ঘরে অন্তরের অন্তরে

বাংলার আকাশে বাতাসে,

রক্ত ভেজা শ্যামলিমায়, প্রতিটি ধূলিকণায়।

তোমার আদর্শের নির্যাসে তুমি আছো মিশে

জাতির প্রত্যয়ে, প্রয়াসে,অভিলাষে

তুমি চেতনার অভিনাশী পদ্ম

বাঙ্গালির মানস সরোবরে।

তোমারই কর্মে তুমি দীপ্তিমান

প্রগতির পথে শিখা অণির্বান

তুমি অকুতোভয় চির দূর্জয়

মমতার সিন্ধু, তুমি বঙ্গবন্ধু।

তুমি অক্ষয়, তুমি অমর

কিংবদন্তি, ইতিহাসের মহানায়ক

স্মৃতির পাতায় চির ভাস্বর

তুমি জাতির পিতা শেখ মুজিবর।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com