বিরল সাদা ডলফিন!

প্রকাশের সময় : 2019-08-28 17:39:59 | প্রকাশক : Administration
বিরল সাদা ডলফিন!

সিমেক ডেস্কঃ সম্প্রতি বিরল প্রজাতির একটি সাদা ডলফিনের দেখা মিলেছে নিউজিল্যান্ডের সমুদ্রপ্রণালীতে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণ দ্বীপাঞ্চলের কুইন চার্লোট প্রণালীতে ডলফিনটির দেখা পাওয়া যায়।

এ সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বণ্যপ্রাণী বিষয়ক পর্যটন সংস্থা ই-কো ট্যুরসের আয়োজিত এক সফরে কুইন চার্লোট প্রণালী দিয়ে জাহাজে করে যাওয়ার পথে যাত্রীরা ওই সাদা ডলফিনটিকে দেখতে পান। বেশ কিছু সাধারণ ডলফিনের ঝাঁকের সঙ্গে সেটি সাঁতার কাটছিল।  ই-কো ট্যুরসের সত্বাধিকারী ও জাহাজের ক্যাপ্টেন পল কেটিং জানান, দুই সপ্তাহ আগে তিনি ওই ডলফিনটি দেখতে পান। এটি এখন পর্যন্ত অধরা  ছিল। তার মেয়ে ডলফিনটিকে ‘ভূত’ নাম দিয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে শ্বেতী রোগগ্রস্ত একটি ডলফিনের ছবি বেশ আলোড়ন সৃষ্টি করেছিল।

 

সম্পাদক ও প্রকাশক: সরদার মোঃ শাহীন
উপদেষ্টা সম্পাদক: রফিকুল ইসলাম সুজন
বার্তা সম্পাদক: ফোয়ারা ইয়াছমিন
ব্যবস্থাপনা সম্পাদক: আবু মুসা
সহ: সম্পাদক: মোঃ শামছুজ্জামান

প্রকাশক কর্তৃক সিমেক ফাউন্ডেশন এর পক্ষে
বিএস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড,
ওয়ারী, ঢাকা থেকে মুদ্রিত ও ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা-১২৩০ হতে প্রকাশিত।

বানিজ্যিক অফিস: ৫৫, শোনিম টাওয়ার,
শাহ মখ্দুম এ্যাভিনিউ, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
বার্তা বিভাগ: বাড়ি # ৩৩, রোড # ১৫, সেক্টর # ১২, উত্তরা, ঢাকা।
ফোন: ০১৮৯৬০৫৭৯৯৯
Email: simecnews@gmail.com