আমরাও আধুনিক হলাম

প্রকাশের সময় : 2019-11-06 20:23:10 | প্রকাশক : Administration

আমরাও আধুনিক হলাম

আসাদ উল্লাহ

অবশেষে আমরাও আধুনিক হলাম

পিতা হন্তারক হয়, হোক

মাতা হন্তারক হয়, হোক

সন্তান হন্তারক হয়, হোক

ভ্রাতা কিংবা ভগ্নি হন্তারক হয়, হোক!

তবু প্রেম আছে নগরে বন্দরে

গাঁও-গেরামেও চলে গেছে প্রেমের বাহার

এখন আর যুবতীর মুখ দেখি না

এখন আর শুনি না কানাকানি ফিসফাস

তবুও প্রেম আছে অলিতে গলিতে

পার্কে হোটেলে রেস্তোরাঁয়।

প্রেম খেলা করে কালো কালো কাপড়ে

প্রেম নেচে বেড়ায় নেকাবের তলে

ঝোঁপে-জঙ্গলে, ধবল কাশের আড়ালে।

প্রেম এখন ধর্ম তলায় মেপে মেপে চলে

এখন আর কোথাও শুনি না

খালে বিলে পলিথিনে মোড়ানো

আদম সুরত ভ্রুনের খুনের খবর।

বিশ্ববিদ্যালয়ের পথ ধরে হাঁটি

কলেজের পথ ধরে হাঁটি

মক্তব ও স্কুলের পথ ধরে হাঁটি

মানুষের বদলে দলে দলে

কেবল পরহেজগার পুরুষ আর রমনী দেখি

দেখি না কেবল হৃদয়ের তলে জ্যোৎস্নার মাখামাখি।