জোকস্

প্রকাশের সময় : 2020-03-11 12:31:37 | প্রকাশক : Administration

জোকস্

সংগ্রহেঃ রোমেল হোসাইন

বাসের মধ্যে কথোপকথন চলছে.

 

প্রথম ব্যক্তিঃ আপনি কোথায় থাকেন..?

দ্বিতীয় ব্যক্তিঃ আমি তো ঢাকায় থাকি।

প্রথম ব্যক্তিঃ আরে... আমিও তো ঢাকায় থাকি!

দ্বিতীয় ব্যক্তিঃ আপনি ঢাকায় কোথায় থাকেন?

প্রথম ব্যক্তিঃ আমি ধানমন্ডিতে থাকি।

দ্বিতীয় ব্যক্তিঃ আরে আমিও তো ধানমন্ডিতে থাকি ...

প্রথম ব্যক্তিঃ ধানমন্ডিতে কয় নাম্বার রোডে থাকেন?

দ্বিতীয় ব্যক্তিঃ ধানমন্ডিতে ৩ নাম্বার  রোডে থাকি

প্রথম ব্যক্তিঃ আরে আমিও তো ৩ নাম্বার  রোডে থাকি...

দ্বিতীয় ব্যক্তিঃ ৩ নাম্বার রোডের কয় নাম্বার বিল্ডিং এ থাকেন ?

প্রথম ব্যক্তিঃ ৩ নাম্বার রোডের ১২ নাম্বার বিল্ডিং এ থাকি !

দ্বিতীয় ব্যক্তিঃ আরে আমিও তো ১২ নাম্বার বিল্ডিং এ থাকি !

প্রথম ব্যক্তিঃ ১২ নাম্বার বিল্ডিং এর কয় তালায় থাকেন?

দ্বিতীয় ব্যক্তিঃ আমি  তো ৫ তালায় থাকি ।

প্রথম ব্যক্তিঃ আরে.... আমিও তো ৫ তালায় থাকি

পাশে থাকা একলোক বলল আরে ভাই আপনারা তো একি বিল্ডিং এর একি ফ্লোরে থাকেন অথচ একজন আরেকজনকে চিনেন না?

উনারা জবাবে বলেন, আরে... ভাই আপনার সমস্যা কি? জ্যামের মধ্যে সময় কাটানোর জন্য আমরা বাপ-বেটায় একটু আলাপ করতেছি আর কি...

বউ তার স্বামীকে মেসেজ করলোঃ

বউঃ অফিস  থেকে আসার সময় ১ শম আটা, ১ শম আলু আর ৫০০ মস চিনি নিয়ে আসবে।

আর জান্নাত  তোমাকে  দেখা করতে বলেছে।

স্বামীঃ জান্নাত  কে?

বউঃ  কেউ না। তুমি  মেসেজটা পড়লে কিনা sure হয়ে নিলাম

স্বামীঃ কিন্তু আমি তো জান্নাতের সাথেই আছি, তুমি কোন জান্নাতের কথা বলছো?

বউঃ তুমি  কোথায় ?

স্বামীঃ সবজি বাজারের কাছাকাছি।

বউঃ তুমি ওখানেই অপেক্ষা কর, আমি আসছি..

১০ মিনিট পর স্ত্রী সবজি বাজারে  পৌঁছে তার স্বামীকে  মেসেজ পাঠালো..

বউঃ "কোথায় আছো তুমি"?

স্বামীঃ আমি অফিসে আছি, এখন  তোমার যা বাজার দরকার,  সেটা কিনে নাও!

কাটা ঘায়ে নুনের ছিটাঃ

রাতে খাওয়া-দাওয়া শেষ করে ঘুমাতে যাওয়ার আগে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক চলছে-

স্বামীঃ যখন তোমাকে বিয়ে করি; তখন আমি একটা ‘উজবুক’ ছিলাম, তাই তোমাকে...

স্ত্রীঃ ঠিক বলেছ। আমি তখন প্রেমে মশগুল থাকায় বিষয়টি নজরে আসেনি।

শুনে মহাবিরক্ত স্বামী। স্ত্রী তাকে খুশি করতে  আল্হাদি কণ্ঠে বলল-

স্ত্রীঃ তুমি এত সরল-সোজা আদমি বলেই তোমাকে সবাই ঠকায়...

স্বামীঃ চুপ কর, আর কাটা ঘায়ে নুনের ছিটা দিও না। আমাকে প্রথম ঠকিয়েছে তোমার বাপ..